উত্তর দিনাজপুর আদালতে গ্রুপ-সি গ্রুপ-ডি পরীক্ষার অ্যাডমিট কার্ড

639
0
Folafal Final Pic

উত্তর দিনাজপুর জেলা জজের আদলতে ইংলিশ স্টেনোগ্রাফার, প্রসেস সার্ভার, এলডিসি, পিওন, ফরাশ ও নাইটগার্ড নিয়োগের (Employment Notification No 01.dated 25.01.2019) জন্য আগামী ৩১ মার্চ যে পরীক্ষা হবে তার জন্য বৈধ আবেদনকারীদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন উত্তর দিনাজপুর জজ কোর্টের ওয়েবসাইটে রিক্রুটমেন্ট লিঙ্ক থেকে।

এই বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে: https://districts.ecourts.gov.in/sites/default/files/Staff%20recruitment%20examination%202018.pdf

দৃষ্টি সংক্রান্ত প্রতিবন্ধীদেরও স্ক্রাইব সুবিধার জন্য প্রাসঙ্গিক প্রমাণপত্রাদি সহ রায়গঞ্জে জেলাশাসকের অফিসে যোগ করতে হবে ২৯ মার্চের মধ্যে।

বিভিন্ন প্রাসঙ্গিক তথ্যের জন্য ওপরের লিঙ্ক ছাড়াও খোঁজ করতে পারেন এই লিঙ্কগুলিতে: www.ecourts.gov.in/Northdinajpur, www.uttardinajpur.nic.in, www.calcuttahighcourt.nic.in