উত্তর-পশ্চিম রেলে ২০২৯ অ্যাপ্রেন্টিস

897
0
exam syllabus

উত্তর-পশ্চিম রেলে ২০২৯ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। নোটিস নম্বর: 06/2019 (NWR/AA). প্রার্থী বাছাই করবে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল, পাওয়ার হাউস রোড, জয়পুর।

শূন্যপদের বিন্যাস: ১) ডিআরএম অফিস, আজমের: ইলেক্ট্রিশিয়ান (কোচিং): ৩৩ (অসংরক্ষিত ১৫, ওবিসি ৯, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ৪)। ইলেক্ট্রিশিয়ান (পাওয়ার): ৩৩ (অসংরক্ষিত ১৫, ওবিসি ৯, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ৪)। ইলেক্ট্রিশিয়ান (টিআরডি): ৪৩ (অসংরক্ষিত ২১, ওবিসি ১২, তপশিলি জাতি ৬, তপশিলি উপজাতি ৪)। কার্পেন্টার (ইঞ্জিনিয়ারিং): ২৫ (অসংরক্ষিত ১২, ওবিসি ৭, তপশিলি জাতি ৪, তপশিলি উপজাতি ২)। পেইন্টার: ২০ (অসংরক্ষিত ১০, ওবিসি ৫, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ২)। ম্যাসন: ৩০ (অসংরক্ষিত ১৪, ওবিসি ৮, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ৩)। পাইপ ফিটার: ২০ (অসংরক্ষিত ১০, ওবিসি ৫, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ২)। ফিটার: ৫০ (অসংরক্ষিত ২৪, ওবিসি ১৪, তপশিলি জাতি ৮, তপশিলি উপজাতি ৪)। কার্পেন্টার (মেকানিক): ৩০ (অসংরক্ষিত ১৪, ওবিসি ৮, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ৩)। ডিজেল মেকানিক: ১৫০ (অসংরক্ষিত ৭৫, ওবিসি ৪১, তপশিলি জাতি ২৩, তপশিলি উপজাতি ১১)।

২) ডিআরএম অফিস, বিকানীর: ইলেক্ট্রিশিয়ান: ১৫০ (অসংরক্ষিত ৭৫, ওবিসি ৪১, তপশিলি জাতি ২৩, তপশিলি উপজাতি ১১)। ফিটার: ১৫০ (অসংরক্ষিত ৭৫, ওবিসি ৪১, তপশিলি জাতি ২৩, তপশিলি উপজাতি ১১)। ওয়ারম্যান: ১১০ (অসংরক্ষিত ৫৫, ওবিসি ৩০, তপশিলি জাতি ১৭, তপশিলি উপজাতি ৮)। কার্পেন্টার: ৫ (অসংরক্ষিত ৩, ওবিসি ১, তপশিলি জাতি ১)। ম্যাসন: ১০ (অসংরক্ষিত ৫, ওবিসি ৩, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১)। ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক): ২ (অসংরক্ষিত ১, ওবিসি ১)।

৩) ডিআরএম অফিস, জয়পুর: ফিটার (মেকানিক্যাল): ২৮২ (অসংরক্ষিত ১৪৩, ওবিসি ৭৬, তপশিলি জাতি ৪২, তপশিলি উপজাতি ২১)। টেকনিশিয়ান (এসঅ্যান্ডটি): ৯৩ (অসংরক্ষিত ৪৭, ওবিসি ২৫, তপশিলি জাতি ১৪, তপশিলি উপজাতি ৭)। টেকনিশিয়ান (ইলেক্ট্রিক): ৯৭ (অসংরক্ষিত ৪৯, ওবিসি ২৬, তপশিলি জাতি ১৫, তপশিলি উপজাতি ৭)। টেকনিশিয়ান (ইলেক্ট্রিক টিআরডি): ১৫ (অসংরক্ষিত ৮, ওবিসি ৪, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১)।

৪) ডিআরএম অফিস, যোধপুর: ডিজেল মেকানিক (মেকানিক্যাল): ১০৪ (অসংরক্ষিত ৫২, ওবিসি ২৮, তপশিলি জাতি ১৬, তপশিলি উপজাতি ৮)। ডিজেল ইলেক্ট্রিক মেকানিক (মেকানিক্যাল): ৫৫ (অসংরক্ষিত ২৮, ওবিসি ১৫, তপশিলি জাতি ৮, তপশিলি উপজাতি ৪)। ফিটার (মেকানিক্যাল  সিঅ্যান্ডডব্লু): ১১০ (অসংরক্ষিত ৫৬, ওবিসি ৩০, তপশিলি জাতি ১৬, তপশিলি উপজাতি ৮)। ফিটার (ইলেক্ট্রিক পাওয়ার): ৩৫ (অসংরক্ষিত ১৮, ওবিসি ৯, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ৩)। ফিটার ইলেক্ট্রিক এসি: ৩৫ (অসংরক্ষিত ১৮, ওবিসি ৯, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ৩)। ফিটার ইলেক্ট্রিক ট্রেন লাইটিং: ৩৫ (অসংরক্ষিত ১৮, ওবিসি ৯, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ৩)।

৫) বিটিসি ক্যারেজ আজমের: ফিটার: ৬২ (অসংরক্ষিত ৩১, ওবিসি ১৭, তপশিলি জাতি ৯, তপশিলি উপজাতি ৫)। ওয়েল্ডার: ১৩ (অসংরক্ষিত ৬, ওবিসি ৪, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১)। পেইন্টার: ৫০ (অসংরক্ষিত ২৫, ওবিসি ১৪, তপশিলি জাতি ৭, তপশিলি উপজাতি ৪)। ইলেক্ট্রিশিয়ান: ২৫ (অসংরক্ষিত ১২, ওবিসি ৭, তপশিলি জাতি ৪, তপশিলি উপজাতি ২)।

৬) বিটিসি লোকো আজমের: ডিএসএল মেকানিক: ১১ (অসংরক্ষিত ৫, ওবিসি ৩, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১)। ফিটার: ৩০ (অসংরক্ষিত ১৫, ওবিসি ৮, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ২)। ওয়েল্ডার: ১১ (অসংরক্ষিত ৫, ওবিসি ৩, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১)।

৭) ক্যারেজ ওয়ার্কশপ বিকানীর: ফিটার: ১১ (অসংরক্ষিত ৭, ওবিসি ৪, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১)। ইলেক্ট্রিশিয়ান: ১১ (অসংরক্ষিত ৫, ওবিসি ৩, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১)। ওয়েল্ডার: ৮ (অসংরক্ষিত ৫, ওবিসি ২, তপশিলি জাতি ১)।

৮) ক্যারেজ ওয়ার্কশপ যোধপুর: ফিটার: ৩৩ (অসংরক্ষিত ১৭, ওবিসি ৯, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ২)। কার্পেন্টার: ১৭ (অসংরক্ষিত ৯, ওবিসি ৫, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১)। ওয়েল্ডার (জিঅ্যান্ডই): ৯ (অসংরক্ষিত ৫, ওবিসি ২, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১)। পেইন্টার (জেনারেল): ১০ (অসংরক্ষিত ৫, ওবিসি ৩, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১)। এমএমটিএম: ৫ (অসংরক্ষিত ৩, ওবিসি ১, তপশিলি জাতি ১)। মেশিনিস্ট: ৩ (অসংরক্ষিত ২, ওবিসি ১)।

বয়সসীমা: ৮ ডিসেম্বর ২০১৯ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৫-২৪ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা: ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে দশম শ্রেণি বা সমতুল পাশ এবং সংশ্লিষ্ট ট্রেডে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট।

আবেদনের ফি: ১০০ টাকা। ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: www.rrcjaipur.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ৮ ডিসেম্বর বিকাল ৫টা পর্যন্ত। আবেদন সংক্রান্ত কোনো সমস্যা হলে ফোন করতে পারেন ৮৪২৬৯৭৪৬৬৬ নম্বরে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত (রবিবার ও ছুটির দিন বাদে)। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটে।