উত্তর-পশ্চিম রেলে ২০৯০ অ্যাপ্রেন্টিস

1168
0
Railway Apprentice 2023

উত্তর-পশ্চিম রেলে ২০৯০ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। নোটিস নম্বর: 04/2018 (NWR/AA). একজন যে-কোনো একটি ইউনিটের জন্য আবেদন করতে পারবেন।

ইউনিট অনুযায়ী শূন্যপদ: ১) ডিআরএম অফিস, আজমির: ইলেক্ট্রিশিয়ান (কোচিং): শূন্যপদ ৩০। ইলেক্ট্রিশিয়ান (পাওয়ার): ৩০। ইলেক্ট্রিশিয়ান (টিআরডি): ৪০। কার্পেন্টার (ইঞ্জিনিয়ারিং): ২৫। পেইন্টার: ২০। মেসন: ৩০। পাইপ ফিটার: ২০। ফিটার: ৫০। কার্পেন্টার (মেকানিক্যাল): ২৫। ডিজেল মেকানিক: ১৫০।

২) ডিআরএম অফিস, বিকানির: ইলেক্ট্রিশিয়ান: ৭৫। ওয়ারম্যান: ২৫। মেকানিক এইচটি এলটি: ২৫। ইলেক্ট্রনিক মেকানিক: ২৫। ইলেক্ট্রিশিয়ান (টিআরডি): ২৫। ওয়্যারম্যান (টিআরডি): ৯। মেকানিক (টিআরডি): ৮। ইলেক্ট্রনিক মেকানিক (টিআরডি): ৮। ফিটার (মেকানিক সিঅ্যান্ডডব্লু): ২৫। কার্পেন্টার (মেকানিক অ্যান্ড সিঅ্যান্ডডব্লু): ২৫। প্লাম্বার (মেকানিক সিঅ্যান্ডডব্লু): ২০। পাইপ ফিটার (মেকানিক সিঅ্যান্ডডব্লু): ১৯। মেসন (ইঞ্জিনিয়ারিং): ১০। পেইন্টার (ইঞ্জিনিয়ারিং): ১০। কার্পেন্টার (ইঞ্জিনিয়ারিং) ১০। ব্ল্যাকস্মিথ ফিটার (ইঞ্জিনিয়ারিং): ১০। ওয়েল্ডার (ইঞ্জিনিয়ারিং): ১০। ইলেক্ট্রিশিয়ান (এসঅ্যান্ডটি সিগন্যাল): ৬। ইলেক্ট্রনিক্স মেকানিক (এসঅ্যান্ডটি সিগন্যাল): ৬। ওয়ারম্যান (এসঅ্যান্ডটি সিগন্যাল): ৬। ইলেক্ট্রিশিয়ান (এসঅ্যান্ডটি টেলিকমিউনিকেশন): ৪। ইলেক্ট্রনিক্স মেকানিক (এসঅ্যান্ডটি টেলিকমিউনিকেশন): ৩। ওয়ারম্যান (এসঅ্যান্ডটি টেলিকমিউনিকেশন): ৩। কম্পিউটার নেটওয়ার্কিং টেকনিশিয়ান (এসঅ্যান্ডটি টেলিকমিউনিকেশন): ১০। স্টেনো হিন্দি (জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন): ১০।

৩) ডিআরএম জয়পুর: ফিটার (মেকানিক্যাল): ৩৫৮। টেকনিশিয়ান (এসঅ্যান্ডটি): ৩৪। টেকনিশিয়ান (ইলেক্ট্রিক): ১০২। টেকনিশিয়ান (ইলেক্ট্রিক টিআরডি): ৯।

৪) ডিআরএম অফিস, যোধপুর: ডিজেল মেকানিক (মেকানিক্যাল): ১১০। ডিজেল ইলেক্ট্রিক মেকানিক (মেকানিক্যাল): ৬০। ফিটার (মেকানিক্যাল সিঅ্যান্ডডব্লু): ১২০। ফিটার (ইলেক্ট্রিক পাওয়ার): ৪০। ফিটার (ইলেক্ট্রিক এসি): ৪০। ফিটার (ইলেক্ট্রিক ট্রেন লাইটিং): ৪০।

৫) বিটিসি ক্যারেজ, আজমির: ফিটার: ৬৮। ওয়ল্ডোর: ১৫। পেইন্টার: ৫৩। ইলেক্ট্রিশিয়ান: ৩০।

৬) বিটিসি লোকো আজমির: ডিএসএল মেকানিক: ১৩। ফিটার: ৩১। ওয়েল্ডার: ১৩।

৭) ক্যারেজ ওয়ার্কশপ, বিকানির: ফিটার: ১৫। ইলেক্ট্রিশিয়ান: ১২। ওয়েল্ডার: ১০।

৮) ক্যারেজ ওয়ার্কশপ, যোধপুর: ফিটার: ৩৬। কার্পেন্টার: ১৯। ওয়েল্ডার জিঅ্যান্ডই: ১০। পেইন্টার (জেনারেল): ১১। এমএমটিএস: ৬। মেশিনিস্ট: ৩।

বয়সসীমা: ৩০ ডিসেম্বর ২০১৮ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৫-২৪ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা: ন্যূনতম ৫০ শতাংশ নম্বর সহ দশম শ্রেণি পাশ বা সমতুল সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে এনসিভিটি/ এসসিভিটির ইস্যু করা ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট।

প্রার্থী বাছাই পদ্ধতি: মেধাতালিকার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের ফি: ১০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: www.rrcjaipur.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। অনলাইন আবেদন করার আগে ছবি ও স্বাক্ষর স্ক্যান করে রাখতে হবে। অনলাইন আবেদন করার সময় নির্দিষ্ট স্থানে তা আপলোড করতে হবে। আবেদন সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে ৭৩৭৫৮০৮০৩৪ নম্বরে ফোন করতে পারেন সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে (রবিবার বাদে)। অনলাইন আবেদন করা যাবে ৩০ ডিসেম্বর ২০১৮ তারিখ বিকাল ৫টা পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটে।