Site icon জীবিকা দিশারী

উত্তর-পূর্ব রেলে ৭৪৫ অ্যাপ্রেন্টিস

Railway Apprentice 2024

উত্তর-পূর্ব রেলে ৭৪৫ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। অনলাইন আবেদন করা যাবে ২৯ ডিসেম্বর ২০১৮ বিকাল ৫টা পর্যন্ত।

শূন্যপদ: ক্রমিক সংখ্যা ১: মেকানিক্যাল ওয়ার্কশপ গোরক্ষপুর: শূন্যপদ ২০৩ (ফিটার ৬৯, ওয়েল্ডার ৩১, ইলেক্ট্রিশিয়ান ৮, কার্পেন্টার ৪৪, পেইন্টার ৪৩, মেশিনিস্ট ৮)। ক্রমিক সংখ্যা ২: সিগন্যাল ওয়ার্কশপ গোরক্ষপুর ক্যান্ট: শূন্যপদ ৬৩ (ফিটার ৩১, মেশিনিস্ট ৬, ওয়েল্ডাক ৮, কার্পেন্টার ৩, টার্নার ১৫)। ক্রমিক সংখ্যা ৩: ব্রিজ ওয়ার্কশপ গোরক্ষপুর ক্যান্ট: শূন্যপদ ৩৫ (ফিটার ২০, মেশিনিস্ট ৪, ওয়েল্ডার ১১)। ক্রমিক সংখ্যা ৪: ডিজেল শেড ইজ্জৎ নগর: শূন্যপদ ৬০ (ইলেক্ট্রিশিয়ান ৩০, মেকানিক ডিজেল ৩০)। ক্রমিক সংখ্যা ৫: ক্যারেজ অ্যান্ড ওয়াগন ইজ্জৎ নগর: শূন্যপদ ৬৪ (ফিটার)। ক্রমিক সংখ্যা ৬: ক্যারেজ অ্যান্ড ওয়াগান লক্ষ্ণৌ জংশন: শূন্যপদ ১৫৫ (ফিটার ১২২, ওয়েল্ডার ৬, কার্পেন্টার ১১, ট্রিমার ৬, মেশিনিস্ট ৬, পেইন্টার ৬)। ক্রমিক সংখ্যা ৭: ডিজেল শেড গোন্ডা: শূন্যপদ ৯০ (ওয়েল্ডার ২, ইলেক্ট্রিশিয়ান ২০, মেকানিক ডিজেল ৫৫, ফিটার ১৩)। ক্রমিক সংখ্যা ৮: ক্যারেজ অ্যান্ড ওয়াগন বারাণসী: শূন্যপদ ৭৫ (ফিটার ৬৭, ওয়েল্ডার ২, কার্পেন্টার ৩, ট্রিমার ২, পেইন্টার ২)।

বয়সসীমা: ২৯ ডিসেম্বর ২০১৮ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৫-২৪ বছরের মধ্যে। তপশিলি জাতি/ উপজাতি, ওবিসি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা: ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে হাই স্কুল/ দশম শ্রেণি পাশ সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই।

প্রার্থী বাছাই পদ্ধতি: মাধ্যমিকের মেধাতালিকার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে।

ট্রেনিংয়ের সময়সীমা ও স্টাইপেন্ড: ট্রেনিংয়ের সময়সীমা ১ বছর এবং নিয়ম অনুযায়ী স্টাইপেন্ড দেওয়া হবে।

আবেদনের ফি: ১০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: www.ner.indianrailways.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও ফোন নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ২৯ ডিসেম্বর ২০১৮ তারিখ বিকাল ৫টা পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।

Exit mobile version