উত্তর ২৪ পরগনার স্কুলে চাকরি

518
0
north24parganas-picture

ডেপুটেশন ভ্যাকান্সিতে চারজন অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হবে। যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে বিএ/ বিএসসি সঙ্গে বিএড।

১) সংস্কৃত, তপশিলি উপজাতি।

২) জিওগ্রাফি, অসংরক্ষিত।

৩) ম্যাথমেটিক্স ওবিসি এ।

৪) ফিজিক্যাল সায়েন্স, তপশিলি জাতি।

যাবতীয় প্রমাণপত্রাদি সহ ১ আগস্ট ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

ঠিকানা: The President, Baratala Poali High School, PO Poali, PS Nodakhali, Dist South 24 Pgs, Pin-743318.