উত্তর ২৪ পরগনার স্কুলে চাকরি

631
0
Teacher Recruitment

৩০ জুন ২০১৯ তারিখ পর্যন্ত ডেপুটেশন ভ্যাকান্সিতে সংস্কৃতে বিএ পাশ বিএড শারীরিক প্রতিবন্ধী টিচার নিয়োগ করা হবে ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে। যাবতীয় প্রমাণপত্রাদির মূল ও দুসেট জেরক্স সহ ১৪ ফেব্রুয়ারি ২০১৯ সকাল ১১টায় সরাসরি উপস্থিত হতে হবে। ঠিকানা: Dheknamari D.A. Vidyapith (HS), Vill+PO Dheknamari, PS Nazat, Dist 24 Pgs (North). Phone 9734304733, 9153146357।