উত্তর ২৪ পরগনায় জেলা আদালতে অবসরপ্রাপ্তদের জন্য চাকরি

920
0

উত্তর ২৪ পরগনা জেলায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য জেলা আদালতে একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর – Order No 250 – G, Dated: 16 May, 2019

শূন্যপদ: স্টেনোগ্রাফার ২, এলডিসি ৫, ডেটা এন্ট্রি অপারেটর ৫, গ্রুপ ডি ৫টি পদে নিয়োগ হবে।

যোগ্যতা

স্টেনোগ্রাফার: কমপক্ষে মাধ্যমিক যোগ্যতা, ইংরেজি ভাষায় দক্ষতা, কম্পিউটার জ্ঞান, স্টেনোগ্রাফি স্পিড ৮০টি শব্দ প্রতি মিনিট, টাইপিং স্পিড ৩০টি শব্দ প্রতি মিনিট।

এলডিসি: কমপক্ষে মাধ্যমিক যোগ্যতা, বাংলা ও ইংলিশ ভাষায় দক্ষতা থাকতে হবে। কম্পিউটার জ্ঞান থাকতে হবে।

ডেটা এন্ট্রি অপারেটর: স্নাতক হতে হবে ও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনে সার্টিফিকেট থাকতে হবে।

গ্রুপ ডি: অষ্টম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার জ্ঞান থাকতে হবে।

বয়সসীমা: স্টেনোগ্রাফার, গ্রুপ ডি পিওন ও এলডিসি পদের জন্য ৩১ ডিসেম্বর, ২০১৮ অনুযায়ী সর্বোচ্চ ৬২ বছর। ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য সর্বোচ্চ ৪০ বছর।

আবেদন: আগামী ৩১ মে, ২০১৯ তারিখের মধ্যে আবেদন করতে হবে। আবেদন পত্রের সঙ্গে প্রয়োজনীয় সমস্ত নথি ও একটি ফিট সার্টিফিকেট দিতে হবে। এর সঙ্গে জেনারেল প্রার্থীদের ২০০ টাকা ও সংরক্ষিত প্রার্থীদের ১০০ টাকা ডিমান্ড ড্রাফট বা আইপিও দিতে হবে।  ড্রাফট বা আইপিও হবে District Judge, North 24 Parganas, Barasat-এর অনুকূলে, Payable at Barasat.

আবেদন পাঠানোর ঠিকানা: The District Judge, North 24 Parganas, Barasat, Zilla Adalat Bhavan, PIN – 700124

আবেদনের ফর্ম সহ পুরো বিজ্ঞপ্তি পাবেন এই লিঙ্কে: https://districts.ecourts.gov.in/sites/default/files/recruitment.pdf

 

North 24 Parganas Copy, Government Job in West Bengal