উত্তর ২৪ পরগনা জেলা ফাস্ট ট্র্যাক আদালতে পিওন/গ্রুপ-ডি নিয়োগের ইন্টারভিউ

582
0
Bankura Court Picture

উত্তর ২৪ পরগনা জেলা জজের অধীনে ফাস্ট ট্র্যাক কোর্টে পিওন/গ্রুপ-ডি কর্মী নিয়োগের জন্য (Recruitment Notification No. 233 G dated 02.05.2019) ২৮৯ জন প্রার্থীকে ইন্টারভিউয়ের উপযুক্ত বলে নির্বাচন করা হয়েছে। সেই নির্বাচিত প্রার্থীদের জন্য বরাদ্দ করা ১৭/১৮ সেপ্টেম্বর তারিখে বেলা ১০টার মধ্যে সমস্ত প্রাসঙ্গিক মূল প্রমাণপত্র ও একটি সচিত্র পরিচয়পত্র সঙ্গে নিয়ে উপস্থিত হতে হবে বারাসাতে জেলা জজের রেজিস্ট্রারের চেম্বারে। ইন্টারভিউয়ের জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা ও অন্যান্য নির্দেশ সহ এই বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে: https://www.calcuttahighcourt.gov.in/Notice-Files/district-recruiment-notice/2321