এইচইসিএলে আবেদনের সময়সীমা বাড়ল

873
0
Heavy Engineering Corporation

হেভি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন লিমিটেডে অ্যাপ্রেন্টিস নিয়োগের (Advt No. HTI/2020-05, dated 14/03/2020) জন্য আবেদনের শেষ তারিখ ছিল গত ২৫ এপ্রিল৷ সম্প্রতি কোম্পানির তরফে একটি নোটিস জারি করে জানানো হয়েছে বিশ্বজুড়ে করোনা পরিস্থিতির জন্য আবেদনের শেষ তারিখ বাড়িয়ে করা হল ২৫ মে ২০২০৷

http://www.hecltd.com/download/jobs/HTI-2020-05_Corrigendum-4.pdfলিঙ্কে গিয়ে নোটিসটি দেখতে পাওয়া যাবে৷ এছাড়া http://www.hecltd.com/ওয়েবসাইটেও দেখা যাবে৷