এক্সিম ব্যাঙ্কে ২০ ম্যানেজমেন্ট ট্রেনি

1190
0
eximbank

এক্সপোর্ট-ইম্পোর্ট (এক্সিম) ব্যাঙ্কে ২০ জন ম্যানেজমেন্ট ট্রেনি নিয়োগ করা হবে। নিচের যোগ্যতার যে-কোনো ভারতীয়রা আবেদন করতে পারবেন।

শূন্যপদের বিন্যাস: ম্যানেজমেন্ট ট্রেনি (এমটি): শূন্যপদ ২০ (অসংরক্ষিত ১১, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১, ওবিসি ৫)।

যোগ্যতা: ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে বিজনেস ম্যানেজমেন্টে পোস্ট গ্র্যাজুয়েট বা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ)। পোস্ট গ্র্যাজুয়েট কোর্স দু বছরের পূর্ণ সময়ের হতে হবে।

বয়সসীমা: ১ অক্টোবর ২০১৮ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ২৫ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊধ্বর্সীমায় ছাড় পাবেন।

স্টাইপেন্ড: প্রতি মাসে ৩২৫০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।

প্রার্থী বাছাই পদ্ধতি: লেখা পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের ফি: ৬০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে দিতে হবে ১০০ টাকা।

আবেদনের পদ্ধতি: www.eximbankindia.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। সরাসরি https://www.eximbankindia.in/careers লিঙ্কে গিয়েও আবেদন করতে পারবেন। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ১৩ অক্টোবর সকাল ৯টা থেকে ১০ নভেম্বর ২০১৮ তারিখ পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইট থেকে।