এনটিপিসিতে ১০৭ ট্রেনি

1543
0
NTPC Recruitment 2023

এনটিপিসি লিমিটেডে ১০৭ জন ট্রেনি নিয়োগ করা হবে৷ নিচের যোগ্যতার প্রার্থীরা আবেদন করতে পারবেন৷

শূ্ন্যপদ: ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের শূন্যপদ: মেকানিক্যাল: শূন্যপদ ২৮৷ ইলেক্ট্রিক্যাল: ১৫৷ সিঅ্যান্ডআই: ১০৷ সিভিল: ২৷

আইটিআই ট্রেনি/ ল্যাব অ্যাসিস্ট্যান্ট (কেমিস্ট্রি) ট্রেনি/ অ্যাসিস্ট্যান্ট (মেটিরিয়ালস/ স্টোরকিপার) ট্রেনির শূন্যপদ: আইটিআই ফিটার: শূন্যপদ ২২৷ আইটিআই ইলেক্ট্রিশিয়ান: ১২৷ আইটিআই ইনস্ট্রুমেন্ট মেকানিক: ৮৷ ল্যাব অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট্রি: ৬৷ অ্যাসিস্ট্যান্ট মেটিরিয়াল/ স্টোরকিপার: ৪৷

বয়সসীমা: ডিপ্লোমা  ইঞ্জিনিয়ার ট্রেনি পদের ক্ষেত্রে বয়স হতে হবে ১৮-২৫ বছরের মধ্যে৷ ডারলিপল্লি প্রোজেক্ট ডিসপ্লে/পিএপি বয়সের ঊর্ধ্বসীমা ৩৫ বছর৷

আইটিআই ট্রেনি/ ল্যাব অ্যাসিস্ট্যান্ট (কেমিস্ট্রি) ট্রেনি/ অ্যাসিস্ট্যান্ট (মেটিরিয়ালস/ স্টোরকিপার)-এর বয়স হতে হবে ১৮-২৭ বছরের মধ্যে৷ ডারলিপল্লি প্রোজেক্ট ডিসপ্লে/পিএপি বয়সের ঊর্ধ্বসীমা ৩৭ বছর৷ সবক্ষেত্রেই বয়সের শর্ত সম্পূর্ণ হতে হবে ২৪ নভেম্বর ২০১৮ তারিখের মধ্যে৷

ট্রেনিংয়ের সময়সীমা ও স্টাইপেন্ড: ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ট্রেনিদের ২ বছরের ট্রেনিং চলাকালীন প্রতিমাসে ১৫৫০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে৷ ট্রেনিং শেষে নিয়োগ হলে মূল বেতনক্রম ১৫৫০০-৩৪৫০০ টাকা৷

আইটিআই ট্রেনি/ ল্যাব অ্যাসিস্ট্যান্ট (কেমিস্ট্রি) ট্রেনি/ অ্যাসিস্ট্যান্ট (মেটিরিয়ালস/ স্টোরকিপার)দের ২ বছরের ট্রেনিংয়ে প্রতিমাসে ১১৫০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে৷ ট্রেনিং শেষে নিয়োগ হলে মূল বেতনক্রম ১১৫০০০-২৬০০০ টাকা৷

যোগ্যতা: ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ট্রেনিদের ন্যূনতম ৭০ শতাংশ নম্বর নিয়ে সংশ্লিষ্ট শাখায় পূর্ণ সময়ের নিয়মিত ডিপ্লোমা (সবক্ষেত্রেই তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা সাধারণভাবে পাশ হলেও আবেদন করতে পারবেন)৷

আইটিআই ট্রেনিদের দশম শ্রেণি পাশ সঙ্গে এনসিভিটি/ এসসিভিটি স্বীকৃত ফিটার/ ইলেক্ট্রিশিয়ান/ ইনস্ট্রুমেন্ট মেকানিক ট্রেডে পূর্ণ সময়ের নিয়মিত আইটিআই কোর্স৷

ল্যাব অ্যাসিস্ট্যান্ট (কেমিস্ট্রি) ট্রেনির কেমিস্ট্রি সহ পূর্ণ সময়ের বিএসসি/ গ্র্যাজুয়েট ইনইন্ডাস্ট্রিয়াল/ অ্যাপ্লায়েড কেমিস্ট্রিতে৷

অ্যাসিস্ট্যান্ট মেটিরিয়াল/ স্টোর কিপার ট্রেনির স্টোর কিপিংয়ে এনসিভিটি সঙ্গে প্রতি মিনিটে ৩০ শব্দের গতিতে ইংরেজি টাইপিং, প্রতি মিনিটে ১৫০ কি-স্ট্রোক৷ অথবা দশম শ্রেণি পাশ সঙ্গে এনসিভিটি/ এসসিভিটি স্বীকৃত ফিটার/ ইলেক্ট্রিশিয়ান/ ইলেক্ট্রনিক্স/ ইনস্ট্রুমেন্ট মেকানিক ট্রেডে পূর্ণ সময়ের নিয়মিত আইটিআই কোর্স৷ কম্পিউটার অপারেশন ও এমএস ওয়ার্ডে দক্ষতা থাকলে অগ্রাধিকার৷

প্রার্থীবাছাই পদ্ধতি: ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ট্রেনিদের দুটি ধাপে কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে এবং বাকিদের একটি ধাপের অনলাইন পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই হবে৷

আবেদনের পদ্ধতি: www.ntpccareers.net ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷ বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ প্রার্থী একটি পদের জন্য আবেদন করতে পারবেন৷ অনলাইন আবেদন করা যাবে ২৪ নভেম্বর ২০১৮ তারিখ পর্যন্ত৷ অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে www.ntpc.co.inwww.ntpccareers.net ওয়েবসাইটে৷