ইউপিএসসির এনডিএ অ্যান্ড এনএ (টু) পরীক্ষার চূড়ান্ত ফল বেরোল

771
0
NDA & NA

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ২০১৯-এর ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি অ্যান্ড ন্যাভাল অ্যাকাডেমি (টু) পরীক্ষার চূড়ান্ত ফল বেরোল। লিখিত পরীক্ষা হয়েছিল গত ১৭ নভেম্বর, সফল প্রার্থীদের ইন্টারভিউও নেওয়া হয়। চূড়ান্ত সফল মোট ৬৬২ জন প্রার্থীর তালিকা দেখা যাবে এই লিঙ্কে: https://www.upsc.gov.in/sites/default/files/FR-NDA-II-2019-Engl.pdf

পরীক্ষার্থীদের পাওয়া নম্বর ইউপিএসসির ওয়েবসাইটে দেওয়া হবে চূড়ান্ত ফল ঘোষণার ১৫ দিন পর। আরও কিছু জানতে হলে কাজের দিনগুলিতে বেলা ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে সরাসরি যোগাযোগ করতে পারেন ইউপিএসসির ফেলিসিটেশন সেন্টারে বা ফোন করতে পারেন এইসব হেল্পলাইন নম্বরে: 011-23385271/011-23381125/011-23098543. তিন বাহিনীর কাদের কোর্স কবে শুরু হবে তা জানতে পারবেন বাহিনীগুলির ওয়েবসাইটে (www.joinindianarmy.nic.in,  www.joinindiannavy.gov.in, www.careerindianairforce.cdac.in)।

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল