Site icon জীবিকা দিশারী

এসএসসির প্রধান শিক্ষক/শিক্ষিকা নিয়োগের এসএলএসটির ফল বেরল


রাজ্যের সরকার পোষিত/স্পন্সর্ড মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলগুলিতে (পার্বত্যাঞ্চল বাদে) প্রধান শিক্ষক/শিক্ষিকার শূন্যপদগুলি পূরণের জন্য পশ্চিম বঙ্গ স্কুল সার্ভিস কমিশনের যে পরীক্ষা (১ম এসএলএসটি-২০১৭) ১৭-১২-২০১৭ তারিখে হয়েছিল তার ফল বেরিয়েছে (Memo No. 502/6856/CSSC/ESTT/2018 Memo No.502/6856/CSSC/ESTT/2018, Date: 18.05.2018)। এই বিজ্ঞপ্তিটি দেখা যাবে কমিশনের এই লিঙ্কে: http://www.westbengalssc.com/sscorg/wbssc/download/notice/Notice-Publishing-result-of-1st-SLST(HM)-04.05.2018.pdf। যাঁরা পরীক্ষা দিয়েছিলেন তাঁরা http://www.westbengalssc.com/sscorg/wbssc/slst1ResultHMPTFinal/searchResult/ লিঙ্কে ক্লিক করে নিজের ১৪ অঙ্কের রোল নম্বর ও জন্মতারিখ দিয়ে ফল দেখতে পারবেন, ই-ইনফর্মেশন শিটও ডাউনলোড করে নিতে পারবেন। সফল প্রার্থীদের ১ম পর্যায়ে ডকুমেন্ট ভেরিফিকেশন ও ১০ নম্বরের পার্সোন্যালিটি টেস্ট হবে। সেই সংক্রান্ত বিস্তারিত সূচি ও অন্যান্য তথ্য যথাসময়ে ওই ওয়েবসাইটেই জানানো হবে। মোট শূন্যপদ ১৭৪৯।

Exit mobile version