এসএসসির সিজিএল দরখাস্তের সময় ১ দিন বাড়ল

581
0

স্টাফ সিলেকশন কমিশনের কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার জন্য অনলাইন আবেদন অনেকে ৪ জুন করতে পারেননি ‘টেকনিক্যাল’ কারণে।

তাই কমিশন অনলাইন আবেদনের সম্য আরেকদিন বাড়িয়ে দিয়েছেন (বিজ্ঞপ্তি http://ssc.nic.in/SSC_WEBSITE_LATEST/notice/notice_pdf/Extension_cgle2018_04062018.pdf)।

আবেদন করা যাবে আজ ৫ জুন বিকেল ৫টা পর্যন্ত।

চালান ডাউনলোড করে ব্যাঙ্কে ফি জমা দিতে চাইলে সেই সুযোগ পাওয়া যাবে ৭ জুন পর্যন্ত, ব্যাঙ্কের কাজের সময়ের মধ্যে।

অর্থাৎ ৫ জুন বিকেল ৫টার মধ্যে চালান ডাউনলোড করে ৭ জুনের মধ্যে স্টেট বাঙ্ক অব ইন্ডিয়ার কোনো শাখায় টাকা জমা দিতে হবে ব্যাঙ্কের কাজের সময়ে।