এসএসসির স্টেনোগ্রাফার্স গ্রেড ‘সি’ অ্যান্ড ‘ডি’ স্কিল টেস্ট

692
0

স্টাফ সিলেকশন কমিশনের স্টেনোগ্রাফার্স গ্রেড ‘সি’ অ্যান্ড ‘ডি’ এগজামিনেশন ২০১৭-এর যে পূর্বঘোষিত  স্কিল টেস্ট স্থগিত রাখা হয়েছিল সেই টেস্ট হবে য়াগামী ২০ আগস্ট থেকে ১৯ সেপ্টেম্বরের মধ্যে বিভিন্ন তারিখে। কাদের কবে স্কিল টেস্ট হবে তা যথাসময়ে এসএসসির রিজিওন্যাল/সাব-রিজিওন্যাল অফিসগুলি থেকে ঘোষণা করা হবে। ৩১ মে তারিখে প্রকাশিত এসএসসির এই বিজ্ঞপ্তিটি দেখা যাবে এই লিঙ্কে: http://ssc.nic.in/SSC_WEBSITE_LATEST/notice/notice_pdf/steno17_imp_notice_31052018.pdf