এসএসসির স্টেনো নিয়োগ পরীক্ষার ফল ১৫ এপ্রিল

794
0
SSC CHSL, SSC CHSL 2017, SSC CHSL Result

স্টাফ সিলেকশন কমিশনের ২০১৮ সালের স্টেনোগ্রাফার গ্রেড-সি ও গ্রেড-ডি নিয়োগের লিখিত পরীক্ষা নেওয়া হল গত ৫-৮ ফেব্রুয়ারি।

সারাদেশের ১০৭টি শহরের ২০৮টি কেন্দ্রে এই পরীক্ষা  অনুষ্ঠিত হয়।

আবেদন করেছিলেন মোট ৪৩৬৯১০ জন, পরীক্ষায় বসেন ১৮৫৩৫৭ জন, অর্থাৎ ৪২.৪৩%।

পরীক্ষার ফল বেরনোরা সম্ভাব্য তারিখ আগামী ১৫ এপ্রিল।

কমিশনের ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত এই বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে: https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/steno18_notice_13022019.pdf