Site icon জীবিকা দিশারী

এসএসসি জুনির ইঞ্জিনিয়ার ও টেম্পোরারি কনস্টেবল পরীক্ষার আনসার কি


স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষা, ২০১৭  (সিভিল, মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, কোয়ান্টিটি সার্ভেয়িং অ্যান্ড কন্ট্রাক্ট) পেপার-১ পরীক্ষার এবং টেম্পোরারি মেল-ফিমেল কনস্টেবল নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র সহ আনসার-কি প্রকাশিত হয়েছে। আনসার-কি দেখে নেওয়া যাবে http://ssc.nic.in/ ওয়েবসাইটে।

Exit mobile version