এয়ার ইন্ডিয়ায় ৮৬ উচ্চমাধ্যমিক ট্রেনি কেবিন ক্রু

789
0
Air india Recruit

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস লিমিটেডে ৮৬ জন টর্নি কেবিন ক্রু নেওয়া হবে চুক্তির ভিত্তিতে। মোট শূন্যপদের মধ্যে অসংরক্ষিত ৪৪, ওবিসি ২২, তপশিলি জাতি ১৪, তপশিলি উপজাতি ৯।

যোগ্যতা, বয়স (১-১২-২০১৮ তারিখে): ১০+২ পদ্ধতির উচ্চমাধ্যমিক/সমতুল পাশ। সেইসঙ্গে হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড কেটারিং টেকনোলজিতে স্বীকৃত ডিপ্লোমা, কেবিন ক্রু হিসাবে ফ্লাইং এক্সপেরিয়েন্স, ফার্স্ট এইড কোর্স সফল ভাবে সম্পূর্ণ করে থাকলে অগ্রাধিকার। বয়স হতে হবে ২২-এর মধ্যে।

স্টাইপেন্ড ইত্যাদি: মাসে ১০০০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। ট্রেনিংয়ে সফল হলে মাসে ৬০ ঘণ্টা ওড়ার ভিত্তিতে দেওয়া হবে ৩৬৬৩০ টাকা।

আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে অনলাইনে, www.airindiaexpress.in ওয়েবসাইটের মাধ্যমে, ৮-২৮ ডিসেম্বরের মধ্যে। আরও বিশদে সব শর্তাবলি ও নিয়মকানুন জানা যাবে সম্ভবত ৮ ডিসেম্বর থেকে।