ওএনজিসিতে ১০৩২ ট্রেনি

582
1
Oil And Natural Gas Corporation Limited (ONGC) has given a Notification for the recruitment of Apprentice Vacancy.

অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন মিলিটেডে ১০৩২ জন গ্র্যাজুয়েট ট্রেনি নিয়োগ করা হবে গেট ২০১৮ স্কোরের মাধ্যমে। বিজ্ঞপ্তি নম্বর: 3/2018 (R&P).

শূন্যপদের বিন্যাস: ক্রমিক সংখ্যা ১এ: এইই (সিমেন্টিং) মেকানিক্যাল: শূন্যপদ ১১ (অসংরক্ষিত ৬, ওবিসি ২, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ২)। ক্রমির সংখ্যা ১বি: এইই (সিমেন্টিং) পেট্রোলিয়াম: শূন্যপদ ১ (অসংরক্ষিত)। ক্রমিক সংখ্যা ২: এইই (সিভিল): শূন্যপদ ২৭ (অসংরক্ষিত ১৩, ওবিসি ৭, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ২)। ক্রমিক সংখ্যা ৩এ: এইই (ড্রিলিং): মেকানিক্যাল: শূন্যপদ ১২৯ (অসংরক্ষিত ৬৫, ওবিসি ৩৪, তপশিলি জাতি ১৯, তপশিলি উপজাতি ১১)। ক্রমিক সংখ্যা ৩বি: এইই (ড্রিলিং) পেট্রোলিয়াম: শূন্যপদ ৮ (অসংরক্ষিত ৩, ওবিসি ২, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১)। ক্রমিক সংখ্যা ৪: এইই (ইলেক্ট্রিক্যাল): শূন্যপদ ১২৭ (অসংরক্ষিত ৬৫, ওবিসি ৩২, তপশিলি জাতি ১৭, তপশিলি উপজাতি ১৩)। ক্রমিক সংখ্যা ৫: এইই (ইলেক্ট্রনিক্স): শূন্যপদ ৩০ (অসংরক্ষিত ২২, ওবিসি ৪, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১)। ক্রমিক সংখ্যা ৬: এইই (ইনস্ট্রুমেন্টেশন): শূন্যপদ ৪০ (অসংরক্ষিত ২৩, ওবিসি ১২, তপশিলি জাতি ৫)। ক্রমিক সংখ্যা ৭: এইই (মেকানিক্যাল): শূন্যপদ ১০৬ (অসংরক্ষিত ৫৪, ওবিসি ২৮, তপশিলি জাতি ১৬, তপশিলি উপজাতি ৮)। ক্রমিক সংখ্যা ৮এ: এইই (প্রোডাকশন) মেকানিক্যাল: শূন্যপদ ৭৬ (অসংরকক্ষিত ৩৯, ওবিসি ২২, তপশিলি জাতি ১০, তপশিলি উপজাতি ৫)। ক্রমিক সংখ্যা ৮বি: এইই (প্রোডাকশন) পেট্রোলিয়াম: শূন্যপদ ৪৬ (অসংরক্ষিত ২০, ওবিসি ১৫, তপশিলি জাতি ৯, তপশিলি উপজাতি ২)। ক্রমিক সংখ্যা ৮সি: এইই (প্রোডাকশন) কেমিক্যাল: শূন্যপদ ১০১ (অসংরক্ষিত ৫২, ওবিসি ২৮, তপশিলি জাতি ১৪, তপশিলি উপজাতি ৭)। ক্রমিক সংখ্যা ৯: এইই রির্জাভার: মোট শূন্যপদ ১৮ (অসংরক্ষিত ১০, ওবিসি ৪, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১)। ক্রমিক সংখ্যা ১০: কেমিস্ট: শূ্ন্যপদ ৯৩ (অসংরক্ষিত ৪৮, ওবিসি ২৪, তপশিলি জাতি ১৪, তপশিলি উপজাতি ৭)। ক্রমিক সংখ্যা ১১: জিওলজিস্ট: শূন্যপদ ৭৩ (অসংরক্ষিত ৪৪, ওবিসি ১৬, তপশিলি জাতি ৯, তপশিলি উপজাতি ৪)। ক্রমিক সংখ্যা ১২: জিওফিজিসিস্ট (সারফেস): শূন্যপদ ৪১ (অসংরক্ষিত ২১, ওবিসি ১১, তপশিলি জাতি ৬, তপশিলি উপজাতি ৩)। ক্রমিক সংখ্যা ১৩: জিওফিজিসিস্ট (ওয়েলস): শূন্যপদ ২৬ (অসংরক্ষিত ১৩, ওবিসি ৬, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ২)। ক্রমিক সংখ্যা ১৪: মেটিরিয়াল ম্যানজেমেন্ট অফিসার: শূন্যপদ ৪৯ (অসংরক্ষিত ২৬, ওবিসি ১২, তপশিলি জাতি ৭, তপশিলি উপজাতি ৪)। ক্রমিক সংখ্যা ১৫: প্রোগ্রামিং অফিসার: শূন্যপদ ১৬ (অসংরক্ষিত ১০, ওবিসি ৪, তপশিলি জাতি ২)। ক্রমিক সংখ্যা ১৬: ট্র্যান্সপোর্ট অফিসার: শূন্যপদ ১৪ (অসংরক্ষিত ৮, ওবিসি ৫, তপশিলি জাতি ১)।

যোগ্যতা: ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে সংশ্লিষ্ট শাখায় গ্র্যাজুয়েট। গেট বিষয় কোড সম্পর্কে বিস্তারিত ওয়েবসাইট থেকে জানা যাবে।

বয়সসীমা: এইই (ড্রিলিং/সিমেন্টিং) পদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ২৮ বছর। অন্যান্য পদের জন্য ৩০ বছর। সবক্ষেত্রেই বয়স হতে হবে ১ জানুয়ারি ২০১৮ তারিখের হিসেবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

আবেদনের ফি: ৩৭০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: www.ongcindia.com ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। অনলাইন আবেদন করা যাবে ৩ মে ২০১৮ তারিখ বিকাল ৫.৩০ পর্যন্ত। অনলাইন আবেদন করতে গেট রেজিস্ট্রেশন আইডি ও অ্যাপ্লিকেশন আইডি দরকার হবে। বৈধ ইমেল আইডি ও ফোন নম্বর থাকতে হবে। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটে।