কনস্টেবল (জিডি) পরীক্ষার ফল প্রকাশ এসএসসির

1002
0
SSC, SSC Constable, SSC GD constable exam,

প্রকাশিত হল স্টাফ সিকেশন কমিশনের মাধ্যমে সিএপিএফ, এনআইএ, এসএসএফ-এ কনস্টেবল (জিডি) ও অসম রাইফেলসে রাইফেলম্যান (জিডি)  নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল।

গত ১১ ফেব্রুয়ারি থেকে ১১ মার্চ, ২০১৯ পর্যন্ত কম্পিউটার ভিত্তিক  পরীক্ষা নেওয়া হয়েছিল কনস্টেবল (জিডি)/রাইফেলম্যান পদের জন্য। মোট ৩০,৪১,২৮৪ জন প্রার্থী এই পরীক্ষা দেন। লিখিত পরীক্ষায় সফল প্রার্থীদের ফিজিক্যাল এনডিওরেন্স টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট দিতে হবে।

কো্নো প্রার্থীর ফলাফল বিষয়ক কোনো অসুবিধা থাকলে তাঁকে আগামী ৩১ জুলাই-এর মধ্যে কমিশনে জানাতে হবে।

স্টাফ সিলেকশন কমিশন ওয়েবসাইটে নাম, রোল নম্বর সহ সফল প্রার্থীদের তালিকা এবং ক্যাটেগরি ভিত্তিক বিভিন্ন ক্ষেত্রে কাট-অফ মার্ক্স সম্বন্ধিত সব তথ্য আপলোড করে দিয়েছে।

ফল জানার ও কাট-অফ মার্ক্স সহ অন্যান্য তথ্য জানার লিঙ্ক:  https://ssc.nic.in/

 

 

SSC, SSC Constable, SSC GD constable exam