কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের বিজ্ঞপ্তিতে কিছু সংশোধন

525
0

স্টাফ সিলেকশন কমিশন তাদের কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এগজামিনেশন ২০১৮-র বিজ্ঞপ্তির কয়েকটি সংশোধন ঘোষণা করেছে। এই সঙ্ক্রান্ত ৩১ মে ২০১৮ তারিখের এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আর্মড ফোর্সেস হেডকোয়ার্টার্সের নির্দেশ মতো ওই দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার পদের জন্য কম্পিউটার প্রফিশিয়েন্সি টেস্টও হবে। সিজিএল-এর বিজ্ঞপ্তিতে বর্ণিত ইনস্পেক্টর (সেন্ট্রাল এক্সাইজ/প্রিভেন্টিভ অফিসার/এগজামিনার) ও ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট (সিবিইসি) পদের জন্য প্রতিবন্ধী প্রার্থীদের ক্যাটেগরিতে কিছু সংশোধন বা পুনর্বিন্যাস করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের যেসব অসামরিক (সিভিলিয়ান) কর্মী নিয়মিত পদে একটানা অন্তত ৩ বছর ধরে কাজ করেছেন তাঁরা ৫ বছর (তপশিলি জাত/উপজাতি হলে ১০ বছর) বয়সের ছাড় পাবেন বলে মূল বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, সেই ছাড়ের অংশটি বাদ দিয়ে পড়তে হবে অর্থাৎ তাঁরা বয়সের ছাড় পাবেন না। স্টাফ সিলেকশন কমিশনের এই সংশোধনী বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে: http://ssc.nic.in/SSC_WEBSITE_LATEST/notice/notice_pdf/Corrigendum_%20CGLE%202018_31052018.pdf