কলকাতা সিটি এনইউএইচএম সোসাইটির জন্য ১৫৭ জন নার্স চুক্তিভিত্তিক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর– 04/Kolkata City NUHM Society/2018-19
শূন্যপদ: ১৫৭ টি পদের মধ্যে ৩৭ টি অসংরক্ষিত, এসসি ৫৬, এসটি ১৬, ওবিসি-এ ২৬, ওবিসি-বি ৮, অসংরক্ষিত পিএইচডি ৯, অসংরক্ষিত মেরিটোরিয়াস স্পোর্টসপার্সন ৫ টি।
যোগ্যতা:- ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অনুমোদিত প্রতিষ্ঠান থেকে জিএনএম বা বিএসসি নার্সিং কোর্স করে থাকতে হবে। প্রার্থীকে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে রেজিস্টার্ড হতে হবে। বাংলা ভাষায় দক্ষতা থাকতে হবে।
বয়সসীমা: ১ জানুয়ারি, ২০১৯ অনুযায়ী বয়সের সর্বোচ্চ সীমা ৬০ বছর।
ভাতা: ১৭২২০ টাকা প্রতি মাস।
পরীক্ষা পদ্ধতি: শিক্ষাগত যোগ্যতার প্রাপ্ত নম্বরের শতাংশ অনুযায়ী সর্বোচ্চ ৪০ নম্বর , বাকি ৬০ নম্বরের ইন্টারভিউ।
ইন্টারভিউ: আগামী ১৮ মার্চ ইন্টারভিউ নেওয়া হবে। রিপোর্টিং টাইম সকাল সাড়ে দশটা থেকে ১২টা। ইন্টারভিউয়ের দিন আবেদন পত্র, তার সাথে নিজের অ্যাটেস্টেড করা আইডেন্টিটি কার্ড, ঠিকানার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র, সমস্ত শিক্ষাগত যোগ্যতার নথি, জাতিগত শংসাপত্র ইত্যাদি এবং এগুলির ফটো কপি নিয়ে যেতে হবে।
ইন্টারভিউ স্থল: Institute of Urban Management (ALAKPURI), 36 C, Ballygunge Circular Road, Kolkata- 700019
বিশদ তথ্যাদি সহ আবেদন পত্রের নমুনা ডাউনলোড লিঙ্ক: https://www.kmcgov.in/KMCPortal/downloads/PROPOSAL_RECRUITMENT_07_03_2019.pdf
WB Nurse, Nurse Recruitment