কলকাতা এয়ারপোর্টে ৬৩ সিকিউরিটি এজেন্ট নিয়োগ স্থগিত

589
0
ssc exam postponed

এয়ার ইন্ডিয়া এয়ার ট্রান্সপোর্ট সার্ভিসেস লিমিটেডে কলকাতায় ৬৩ জন সিকিউরিটি এজেন্ট নিয়োগের জন্য আগামী ২৪ আগস্ট ওয়াক-ইন-সিলেকশন আয়োজিত হবে বলে যে খবর গত ২ আগস্ট আমাদের পোর্টালে প্রকাশ করা হয়েছিল (https://jibikadishari.co.in/?p=6927) সেই নিয়োগ কর্মসূচি আপাতত স্থগিত রাখা হয়েছে। নতুন দিনক্ষণ পরে যথাসময়ে জানানো হবে। আজ ৯ আগস্ট প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই স্থগিতের কথা জানানো হয়েছে।