কলকাতা পুরসভার অধীনে ৩৮ ল্যাব টেকনিশিয়ান

809
0
WB Jobs, Kolkata Job

কলকাতা সিটি এনিউইচএম সোসাইটির জন্য চুক্তির ভিত্তিতে ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর – 11/Kolkata City NUHM Society/2018-19

শূন্যপদ: ৩৮ (অসংরক্ষিত ৬, অসংরক্ষিত  মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন ২, অসংরক্ষিত  এক্স-সার্ভিসম্যান ৪, অসংরক্ষিত পিডব্লুডি ৪, এসসি ১৩, এসসি এক্স -সার্ভিসম্যান ২, এসটি ৭)

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা অঙ্ক সহ উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ। এর সাথে ওয়েস্ট বেঙ্গল স্টেট মেডিকেল ফ্যাকাল্টি / এআইসিটিই অনুমোদিত প্রতিষ্ঠান থেকে মেডিকেল ল্যাব টেকনোলজিতে ডিপ্লোমা। এমএস অফিস সহ কম্পিউটার নলেজ থাকতে হবে।

বয়সসীমা: ১ জানুয়ারি, ২০১৯ অনুযায়ী সর্বোচ্চ ৪০ বছর।  সংরক্ষিত শ্রেণির জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।

মাসিক ভাতা: ১৭২২০  প্রতি মাস।

আবেদন পদ্ধতি: আগামী ৯ মার্চের মধ্যে আবেদন জমা করতে হবে। আবেদন পত্রের সঙ্গে প্রয়োজনীয় নথির নিজের অ্যাটেস্টেড কপি দিতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা – “PMU Office, Kolkata NUHM Society, Room No. 254, 2nd Floor, S.N Banerjee Road, Kolkata – 700013”

আবেদন পত্রের বয়ান পাবার লিঙ্ক: https://www.kmcgov.in/KMCPortal/jsp/Recruitment2015.jsp