কলকাতা পুলিশে অবসরপ্রাপ্ত লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট নিয়োগ ইন্টারভিউয়ের ফল প্রকাশ

752
0
Admit Card Download

কলকাতা পুলিশে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের নিয়োগের জন্য যে ওয়াক-ইন-ইন্টারভিউ গত ২৮ ফেব্রুয়ারি হয়েছিল তার ফল বেরিয়েছে। সফল প্রার্থীদের নিয়োগের জন্য আগামী ১৬ মার্চ বেলা দশটায় নিজে উপস্থিত হতে হবে কলকাতা পুলিশ ডিরেক্টরেটের এস্টাব্লিশমেন্ট সেকশনে। পিপিও সহ যাবতীয় মূল প্রামাণপত্র সঙ্গে নিয়ে যেতে হবে। সফল প্রার্থীদের তালিকা সমন্বিত এই বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে: http://www.kolkatapolice.gov.in/images/docs/Employment%20Notice%20No%2001_Emp_Estt_2020.pdf