কলকাতা পুলিশে সিভিক ভলেন্টিয়ার আবেদনের সময়সীমা বাড়ল

873
0
KP Civic Volenter

কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার নিয়োগের জন্য আবেদনের সময়সীমা বাড়ানো হল। বিজ্ঞপ্তি নম্বর FRC/Recruit/04/2019 dated 29th July, 2019 অনুযায়ী কলকাতা পুলিশের বিভিন্ন ইউনিটে সিভিক ভলেন্টিয়ার নিয়োগের জন্য আবেদন গ্রহণের শেষ তারিখ ছিল ৬ আগস্ট, ২০১৯। তা বাড়িয়ে করা হল ১৬ আগস্ট, ২০১৯। বাকি বিজ্ঞপ্তি অপরিবর্তিত থাকবে।

কলকাতা পুলিশে সিভিক ভলেন্টিয়ার নিয়োগের বিশদ খবরের লিঙ্ক- https://jibikadishari.co.in/?p=12195