কলকাতা পুলিশে হাসপাতাল নিরাপত্তা কর্মী নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল

568
0
Folafal Final Pic

কলকাতার বিভিন্ন সরকারি হাসপাতালে চুক্তির ভিত্তিতে নিরাপত্তাকর্মী নিয়োগের (বিজ্ঞপ্তি নম্বর FRC/Recruit/06/2018 dated 22.05.2018) পরীক্ষার চূড়ান্ত ফল বেরিয়েছে। চূড়ান্ত ইন্টারভিউ হয়েছিল গত ১৯-২৮ জুলাই। সফল হয়েছেন মোট ৩৪৪ জন। তাছাড়া রিজার্ভড লিস্টে আছেন আরও ১৭ জন। কোথায় কাকে নিয়োগ করা হবে তা পশ্চিমবঙ্গ পুলিশের ডিরেক্টর জেনারেল ও ইনস্পেক্টর জেনারেলের পক্ষ থেকে যথাসময়ে নির্দেশিত করা হবে। মূল তালিকার কোনো প্রার্থী যদি নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করেন তাহলে ওই রিজার্ভড তালিকা থেকে তাঁদের শূন্যপদ পূরণ করা হবে।

ফলাফলের মূল তালিকা ও রিজার্ভড তালিকা দেখা যাবে এই লিঙ্কে ক্লিক করে: http://www.kolkatapolice.gov.in/images/docs/provisional%20list.pdf