কলকাতা পুলিশে ৩৪৪ নিরাপত্তাকর্মী

1092
0
Kolkata Police Security Personnel

কলকাতার বিভিন্ন সরকারি হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা, লাইনের শৃঙ্খলা, প্রবেশপথের নিয়ন্ত্রণ ইত্যাদির কাজে কলকাতা পুলিশের অধীনে ৩৪৪ জন সিকিউরিটি পার্সোনেল নিয়োগ করা হবে, সেজন্য দরখাস্ত নিচ্ছে। ১ বছরের চুক্তিতে নিয়োগ। বিজ্ঞপ্তি নম্বর – FRC/Recruit/06/2018, Dated: 22/05/2018

শূন্যপদের বিন্যাস:

আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে ২৫টি (পুলিস স্টেশন টালা, কেএমসি ওয়ার্ড নং ৪৩),

ইন্দিরা মাতৃ ও শিশু কল্যাণে ৪টি (পুলিস স্টেশন টালা, কেএমসি ওয়ার্ড নং ৪৩),

অবিনাশ দত্ত ম্যাটারনিটি হোম ১৩টি (পুলিস স্টেশন জোড়াবাগান, কেএমসি ওয়ার্ড নং ৪৯),

নর্থ সাবারবান হাসপাতালে ১৩টি (পুলিস স্টেশন কাশীপুর, কেএমসি ওয়ার্ড নং ৫),

এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালে ২৫টি (পুলিস স্টেশন এন্টালি, কেএমসি ওয়ার্ড নং ৫),

ডঃ বি সি রায় পিজিআইপিএসে ২৫টি (পুলিস স্টেশন ফুলবাগান, কেএমসি ওয়ার্ড নং ১৯),

আইডিবিজি হাসপাতালে ২৫টি (পুলিস স্টেশন বেলিয়াঘাটা, কেএমসি ওয়ার্ড নং ১),

মেডিকেল কলেজ ও হাসপাতালে ২৫টি (পুলিস স্টেশন বউবাজার, কেএমসি ওয়ার্ড নং ৭১),

স্কুল অব ট্রপিকাল মেডিসিন ২৫টি (পুলিস স্টেশন বউবাজার, কেএমসি ওয়ার্ড নং ৭২),

লেডি ডাফিরন ভিক্টোরিয়া হাসপাতালে ১৩টি (পুলিস স্টেশন মুচিপাড়া, কেএমসি ওয়ার্ড নং ৭০),

এসএসকেএম অ্যান্ড আইপিজিএমইআর-এ ২৫টি (পুলিস স্টেশন ভবানীপুর, কেএমসি ওয়ার্ড নং ৩০),

চিত্তরঞ্জন সেবা সদনে ২৫টি (পুলিস স্টেশন ভবানীপুর, কেএমসি ওয়ার্ড নং ৩৩),

শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে ১৩টি (পুলিস স্টেশন ভবানীপুর, কেএমসি ওয়ার্ড নং ৫৯),

ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে ২৫টি (পুলিস স্টেশন বেনিয়াপুকুর, কেএমসি ওয়ার্ড নং ৫৫),

এম আর বাঙ্গুর হাসপাতালে ২৪টি (পুলিস স্টেশন যাদবপুর, কেএমসি ওয়ার্ড নং ৯৪),

বিজয়গড় হাসপাতালে ৯টি (পুলিস স্টেশন যাদবপুর, কেএমসি ওয়ার্ড নং ৯৬),

বাঘাযতীন হাসপাতালে ৯টি (পুলিস স্টেশন নেতাজিনগর, কেএমসি ওয়ার্ড নং ৯৯),

বিদ্যাসাগর এসজিএইচে ৯টি (পুলিস স্টেশন পর্ণশ্রী, কেএমসি ওয়ার্ড নং ১২৭),

সরশুনা বিপিএইচসি ৩টি (পুলিস স্টেশন সরশুনা, কেএমসি ওয়ার্ড নং ১৩০),

গার্ডেনরিচ হাসপাতালে ৯টি (পুলিস স্টেশন নাড়িয়াল, কেএমসি ওয়ার্ড নং ১৪১) পদে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীদের অবশ্যই কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অঞ্চলের স্থায়ী বাসিন্দা হতে হবে। যে থানা অঞ্চলে হাসপাতাল বা চিকিৎসা প্রতিষ্ঠানটি রয়েছে, সে অঞ্চলের বাসিন্দা হলে অগ্রাধিকার। অন্তত অষ্টম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। খেলাধূলা/ এনসিসি ক্যাডেট/ বয় স্কাউটস/ এনএসএস ভলেন্টিয়ার্স/ সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্স/ সিভিক ভলেন্টিয়ার্স/ ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিউটিতে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার। প্রার্থীর কোনোরকম ক্রিমিনাল রেকর্ড থাকলে আবেদন করা যাবে না। মানসিক ও শারীরিক দিক থেকে এই কাজের উপযুক্ত হতে হবে।

বয়সসীমা: ১ জানুয়ারি, ২০১৮ অনুযায়ী বয়স হতে হবে ২০ থেকে ৫০ বছর।

 

আবেদন পদ্ধতি: আগামী ৬ জুন বিকেল ৫টার মধ্যে আবেদন পাঠাতে হবে। আবেদন পত্রের সঙ্গে রেসিডেন্সিয়াল প্রুফ, ৪.৫ সেমিx৩.৫ সেমি মাপের নিজের স্বাক্ষর করা পাসপোর্ট সাইজ ছবি, এছাড়া নিজের প্রত্যয়িত করা বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, এক্সট্রা-কারিকুলার প্রমাণপত্র, জাতিগত শংসাপত্র-এর কপি দিতে হবে। আবেদন পত্রের খামের ওপর লিখে দিতে হবেঃ– “APPLICATION FOR THE POST OF SECURITY PERSONNEL IN GOVT HOSPITALS, KOLKATA, ON CONTRACTUAL BASIS-2018” আবেদন জমা দিতে হবে- টালা থানা, জোড়াবাগান থানা, কাশীপুর থানা, এন্টালি থানা, ফুল বাগান থানা, বেলেঘাটা থানা, বৌবাজার থানা, মুচিপাড়া থানা, ভবানীপুর থানা, বেনিয়াপুকুর থানা, যাদবপুর থানা, নেতাজি নাগর থানা, পর্ণশ্রী থানা, সরশুনা থানা, নাড়িয়াল থানায় (যাঁর ক্ষেত্রে যেটি প্রযোজ্য) রাখা ড্রপ বক্সে জমা করতে হবে। একজন একাধিক আবেদন করলে বাতিল হয়ে যাবে।

আবেদন পত্রের নমুনা সরাসরি সংগ্রহ করতে পারেন এই ঠিকানায়: Deputy Commissioner of Police, Enforcement Branch, 112, Ripon Street, Kolkata–700016.

অথবা ডাউনলোড করে নিতে পারেন এই লিঙ্ক থেকে: http://www.kolkatapolice.gov.in/images/docs/Emp%20Notice%20with%20Application%20Form.pdf