কলকাতা পুলিশে ৬১৩ সিভিক ভলেন্টিয়ার নিয়োগ

1398
0
Kolkata Police Civic volunteer

কলকাতা পুলিশের ১৯টি ডিভিশন/ ইউনিটে ৬১৩ জন পুরুষ-মহিলা সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে। এমপ্লয়মেন্ট নোটিস নম্বর: FRC/Recruit/12/2018 Date: 13th December, 2018.

যোগ্যতা: এই পদে আবেদন করার জন্য কলকাতা পুলিশের আওতাধীন এলাকার বাসিন্দা হলে অগ্রাধিকার। এছাড়া অন্তত অষ্টম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। খেলাধূলা এবং এনসিসি ক্যাডেট/ স্কাউটস/ এনএসএস গাইড/ সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার।  কোনো থানায় ক্রিমিনাল রেকর্ড থাকলে আবেদন করা যাবে না। শারীরিক ও মানসিকভাবে সুস্থ, সবল হতে হবে। পুলিশ হাউসিং এস্টেটের জন্য যাঁরা আবেদন করবেন তাঁদের প্লাম্বিং/ কার্পেন্টারি/ মেসোনারি ওয়ার্কে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। রিভার ট্র্যাফিক পুলিশের জন্য যাঁরা আবেদন করবেন তাঁদের সাঁতার জানতে হবে, ইঞ্জিন ড্রাইভিং ও সেরাং (বিজ্ঞপ্তিতে এমনই লেখা আছে, সারেং লেখা নেই, ছাপার ভুল হওয়াও অসম্ভব নয়) জানা থাকলে অগ্রাধিকার।

বয়সসীমা: ১ জানুয়ারি ২০১৮ তারিখের হিসেবে বয়স হতে হবে ২০-৬০ বছরের মধ্যে।

নিয়োগ পদ্ধতি: প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট ফর্ম্যাটে। আবেদনের ফর্ম্যাট পাবেন নিচের ঠিকানাগুলিতে, তাছাড়া এ ফোর মাপের কাগজে ডাউনলোড করেও নিতে পারেন নিচের ওয়েবসাইট থেকে। সেটি পূরণ করে সঙ্গে নিজের অ্যাটেস্টেড করা আইডেন্টিটি প্রুফ (প্যান কার্ড/ পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্স/ ভোটার কার্ড/ ছবি সহ ব্যাঙ্ক পাসবুক, আধার কার্ড/ ছবি সহ ই-আধার কার্ড), নিজের অ্যাটেস্টেড করা অ্যাড্রেস প্রুফ (পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্স/ ভোটার কার্ড/ ছবি সহ ব্যাঙ্ক পাসবুক/ আধার কার্ড/ ছবি সহ ই-আধার কার্ড/ ইলেক্টিক বিল/ টেলিফোন বিল), নিজের অ্যাটেস্টেড করা সাম্প্রতিক ছবি, নিজের অ্যাটেস্টেড করা বয়সের প্রমাণপত্র, নিজের অ্যাটেস্টেড করা শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রের কপি দিতে হবে। একজন প্রার্থী একটি ইউনিটের জন্যেই আবেদন করতে পারবেন। আবেদন সরাসরি গিয়ে ড্রপ বক্সে জমা দিয়ে আসতে হবে, নিচের ঠিকানায়। ডাকযোগে জমা নেওয়া হবে না। আবেদনপত্রের খামের উপরে লিখতে হবে ‘APPLICATION FOR THE POST OF CIVIC VOLUNTEER’. পূরণ করা আবেদনপত্র অন্যান্য নথিপত্র সহ মুখবন্ধ খামে পুরে ড্রপ বক্সে জমার শেষ তারিখ ২০ ডিসেম্বর ২০১৮ বিকাল ৫টার মধ্যে। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য www.kolkatapolice.gov.in ওয়েবসাইট থেকে জানা যাবে।

আবেদনের ফর্ম্যাট সহ পুরো বিজ্ঞপ্তি পাবেন সরাসরি এই লিঙ্কে ক্লিক করেও:

http://kolkatapolice.gov.in/images/docs/Enrollment_of_CVs.pdf

শূন্যপদ আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ক্রমিক সংখ্যা ১: নর্থ অ্যান্ড নর্থ সাবাবার্ন ডিভিশন: শূন্যপদ ৩৭। ঠিকানা: Deputy Commissioner of Police, North & North Suburbun Division, Kolkata, 113, A.P.C Road, Kolkata 700009.

ক্রমিক সংখ্যা ২: সেন্ট্রাল ডিভিশন, কলকাতা পুলিশ: শূন্যপদ ৪৩। ঠিকানা: Deputy Commissioner of Police, Central Division, Kolkata, 138, S.N.Banerjee Road, Kolkata 700013.

ক্রমিক সংখ্যা ৩: সাউথ ডিভিশন, কলকাতা পুলিশ: শূন্যপদ ১৬। ঠিকানা: Deputy Commissioner of Police, South Division Kolkata, 34 Park Street, Kolkata 700016.

ক্রমিক সংখ্যা ৪: ইস্ট ডিভিশন, কলকাতা পুলিশ: শূন্যপদ ৭৫। ঠিকানা: Deputy Commissioner of Police, East Division, Kolkata, D-50/2, East Rajapur, Santoshpur, Kolkata 700075.

ক্রমিক সংখ্যা ৫: ইস্টার্ন ডিভিশন, কলকাতা পুলিশ: শূন্যপদ ২৪। ঠিকানা: Deputy Commissioner of Police, Eastern Suburban Division, Kolkata, 105, Hem Chandra Naskar Road, Kolkata 700010.

ক্রমিক সংখ্যা ৬: সাউথ ইস্ট ডিভিশন, কলকাতা পুলিশ: শূন্যপদ ১২। ঠিকানা: Deputy Commissioner of Police, South East Division, Kolkata, 2 Syed Amir Ali Avenue, Kolkata 700017.

ক্রমিক সংখ্যা ৭: সাউথ সাবার্বান ডিভিশন: শূন্যপদ ১১। ঠিকানা: Deputy Commissioner of Police, South Suburban Division, Kolkata,  Tollygunge Emergency Force Lines, 255/257, D.P.S. Road, Kolkata 700033.

ক্রমিক সংখ্যা ৮: সাউথ ওয়েস্ট ডিভিশন, কলকাতা পুলিশ: শূন্যপদ ৪০। ঠিকানা: Deputy Commissioner of Police, South West Division, Kolkata,  Tollygunge Emergency Force Lines, 255/257, D.P.S. Road, Kolkata 700033.

ক্রমিক সংখ্যা ৯: ফার্স্ট ব্যাটেলিয়ান, কলকাতা আর্মড পুলিশ: শূন্যপদ ৫। ক্রমিক সংখ্যা ১০: কলকাতা পুলিশ ট্রেনিং অ্যাকাডেমি: শূন্যপদ ২৫। দুক্ষেত্রের ঠিকানা: Deputy Commissioner of Police, 1 Kolkata Armed Police st Battalion, 7, Diamond Harbour Road, Kolkata 700027.

ক্রমিক সংখ্যা ১১: থার্ড ব্যাটেলিয়ান, কলকাতা আর্মড ফোর্স: শূন্যপদ ৫। ঠিকানা: Deputy Commissioner of Police, 3rd Battalion, Kolkata Armed Police, 7  Diamond Harbour Road, Kolkata 700027.

ক্রমিক সংখ্যা ১২: সিক্সথ ব্যাটেলিয়ান, কলকাতা আর্মড পুলিশ: শূন্যপদ ৫। ঠিকানা: Deputy Commissioner of Police, 6th Battalion, Kolkata Armed Police, 7 Diamond Harbour Road, Kolkata 700027.

ক্রমিক সংখ্যা ১৩: ট্র্যাফিক ডিপার্টমেন্ট, কলকাতা পুলিশ: শূন্যপদ ১৯০। ঠিকানা: Deputy Commissioner of Police, Traffic Department, Kolkata,  Traffic Training School, 8, Tarashankar Sarani, Kolkata 700037 (Near Tala Police Station).

ক্রমিক সংখ্যা ১৪: কলকাতা পুলিশ ব্যান্ড অ্যান্ড অর্কেস্ট্রা: শূন্যপদ ২০। ঠিকানা: Senior Deputy Commissioner of Police, Armed Police, Kolkata, 7 Diamond Harbour Road, Kolkata 700027.

ক্রমিক সংখ্যা ১৫: পোর্ট ডিভিশন, কলকাতা পুলিশ: শূন্যপদ ২৩। ক্রমিক সংখ্যা ১৬: কলকাতা হোম গার্ড অর্গানাইজেশন: শূন্যপদ ১০। ক্রমিক সংখ্যা ১৭: পুলিশ হাউসিং এস্টেট: শূন্যপদ ২৫। ক্রমিক সংখ্যা ১৮: কমিউনিটি পুলিশিং উইং, কলকাতা পুলিশ: শূন্যপদ ৩০। ঠিকানা: Deputy Commissioner of Police, Home Guard Organization, Kolkata, 29, R. N. Mukherjee Road, Kolkata 700001.

ক্রমিক সংখ্যা ১৯: রিভার ট্র্যাফিক পুলিশ কলকাতা: শূন্যপদ ১৭। ঠিকানা: Deputy Commissioner of Police, Combat Battalion, Kolkata Address: 247, A.J.C. Bose Road, Kolkata 700027.