কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার ৩৬ বিষয়ে ১৯১ পদে নিয়োগ

1039
0
Calcutta University Recruitment

কলকাতা বিশ্ববিদ্যালয় প্রফেসর, অ্যাসোশিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর – Est/Advt/6529/2019 Dated: 13/02/2019

শূন্যপদ

অ্যানথ্রোপোলজি: প্রফেসর ২, অ্যাসোশিয়েট প্রফেসর ৩, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ২

অ্যাপ্লায়েড ম্যাথমেটিক্স: প্রফেসর ১, অ্যাসোশিয়েট প্রফেসর ৯, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ২

অ্যাপ্লায়েড সাইকোলজি: প্রফেসর ১, অ্যাসোশিয়েট প্রফেসর ৪, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ৪

বায়োকেমিস্ট্রি: প্রফেসর ১, অ্যাসোশিয়েট প্রফেসর ১, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ৩

বায়োফিজিক্স, মলিকিউলার বায়োলজি অ্যান্ড বায়ো ইনফর্মেটিক্স: প্রফেসর ৪, অ্যাসোশিয়েট প্রফেসর ১, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ২

বোটানি: প্রফেসর ৫, অ্যাসোশিয়েট প্রফেসর ৯, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ৪

কেমিস্ট্রি: অ্যাসোশিয়েট প্রফেসর ২, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ৫

ইলেক্ট্রনিক সায়েন্স: প্রফেসর ২, অ্যাসোশিয়েট প্রফেসর ১, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ২

জেনেটিক্স: অ্যাসোশিয়েট প্রফেসর ১, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ১

জিওলজি: প্রফেসর ১, অ্যাসোশিয়েট প্রফেসর ৩, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ১

এগ্রিকালচারাল সায়েন্স: প্রফেসর ১, অ্যাসোশিয়েট প্রফেসর ৩, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ৫

মেরিন সায়েন্স: প্রফেসর ২, অ্যাসোশিয়েট প্রফেসর ২, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ২

ফিজিক্স: প্রফেসর ২, অ্যাসোশিয়েট প্রফেসর ১, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ২

ফিজিওলজি: প্রফেসর ১, অ্যাসোশিয়েট প্রফেসর ১, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ৪

সাইকোলজি: প্রফেসর ১, অ্যাসোশিয়েট প্রফেসর ২, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ৪

পিওর ম্যাথমেটিক্স: প্রফেসর ১, অ্যাসোশিয়েট প্রফেসর ৩, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ৬

নিউরো সায়েন্স: অ্যাসোশিয়েট প্রফেসর ১, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ২

স্ট্যাটিস্টিক্স:  অ্যাসোশিয়েট প্রফেসর ১, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ৩

জুলজি: প্রফেসর ৪, অ্যাসোশিয়েট প্রফেসর ২, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ১

অ্যারাবিক অ্যান্ড পার্শিয়ান: অ্যাসোশিয়েট প্রফেসর ২

বাংলা ল্যাঙ্গুয়েজে অ্যান্ড লিটারেচার: অ্যাসোশিয়েট প্রফেসর ৩, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ৩

বুধিস্ট স্টাডিজ: অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ১

কম্পারেটিভ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে অ্যান্ড লিটারেচার: অ্যাসোশিয়েট প্রফেসর ১, প্রফেসর ১

ইকোনোমিক্স: প্রফেসর ৪, অ্যাসোশিয়েট প্রফেসর ২, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ১

ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার: প্রফেসর ১, অ্যাসোশিয়েট প্রফেসর ১, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ৩,

হিন্দি: অ্যাসোশিয়েট প্রফেসর ৩

ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার: প্রফেসর ১, অ্যাসোশিয়েট প্রফেসর ১, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ১

লিঙ্গুইস্টিক্স: অ্যাসোশিয়েট প্রফেসর ১, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ৩

পলিটিকাল সায়েন্স: প্রফেসর ১, অ্যাসোশিয়েট প্রফেসর ৩, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ৩

সংস্কৃত: অ্যাসোশিয়েট প্রফেসর ৩, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ৩

সোশিওলজি: প্রফেসর ১, অ্যাসোশিয়েট প্রফেসর ৪, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ১

সাউথ অ্যান্ড সাউথ ইস্ট এশিয়ান স্টাডিজ: প্রফেসর ২, অ্যাসোশিয়েট প্রফেসর ১, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ২

শিক্ষাগত যোগ্যতা: ইউজিসির নিয়মানুযায়ী।

বেতনক্রম: ৩৭,৪০০-৬৭,০০০ + গ্রেড পে ১০,০০০ টাকা।

অ্যাসোশিয়েট প্রফেসর: এই পদের জন্য প্রার্থীকে সংশ্লিষ্ট বিষয়ে অন্তত ৫৫% নম্বর সহ স্নাতকোত্তর এবং ভালো অ্যাকাডেমিক রেকর্ড সহ পিএইচডি থাকতে হবে।

বেতনক্রম: ৩৭,৪০০-৬৭,০০০ + গ্রেড পে ৯,০০০ টাকা।

অ্যাসিস্ট্যান্ট প্রফেসর: ভালো অ্যাকাডেমিক রেকর্ড সহ সংশ্লিষ্ট বিষয়ে অন্তত ৫৫% নম্বর সহ স্নাতকোত্তর হতে হবে।

বেতনক্রম: ১৫,৬০০-৩৯,১০০ + গ্রেড পে ১,৬০০ টাকা।

আবেদন: আগামী ১৫ মার্চ, ২০১৯ তারিখের মধ্যে আবেদন পাঠাতে হবে, নির্ধারিত বয়ানে, বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশ অনুসারে। আবেদনের বয়ান ডাউনলোড করা যাবে এই লিঙ্কে: http://www.caluniv.ac.in/news/professor-14-2-19/form.pdf)।

আবেদন পাঠানোর ঠিকানা: The Office of the Vice-Chancellor, Darbhanga Building (1st Floor), 87/1, College Street, Kolkata-700073

আরও অন্যান্য প্রয়োজনীয় বিস্তারিত তথ্য কোথায় পাওয়া যাবে? (http://www.caluniv.ac.in/news/professor-14-2-19/notice.pdf)