কলকাতা বিশ্ববিদ্যালয়ে ৫৯১ গ্রুপ-ডি, গ্রুপ-সি নিয়োগ: আবেদন ফি সংশোধন 

667
1
Folafal Final Pic

স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ৫৯১ গ্রুপ-ডি ও গ্রুপ-সি কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি গত ২৯ জুন বেরিয়েছে (আমাদের পোর্টালে বিস্তারিত খবর https://jibikadishari.co.in/?p=6071 লিঙ্কে) এবং অনলাইন আবেদন গ্রহণ ৫ জুলাই শুরু হয়েছে (https://jibikadishari.co.in/?p=6207), তার আবেদনের ফি-তে কিছু সংশোধন করা হয়েছে। ৬ জুলাইয়ের এক সংশোধনী বিজ্ঞপ্তিতে (Memo. No.666/ 6891/ CSSC/ ESTT/ 2018) জানানো হয়েছে, গ্রুপ-সি পদের জন্য তপশিলি জাতি/তপশিলি উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের দিতে হবে ১৫০ টাকা (১৪০ নয়) এবং গ্রুপ-ডি পদের জন্য সাধারণ ও ওবিসিদের দিতে হবে ১৪০ টাকা (১৫০ নয়)।

অন্যান্য সব ঠিক আছে অর্থাৎ গ্রুপ-সি পদে সাধারণ ও ওবিসিদের দিতে হবে ২০০ টাকা, গ্রুপ-ডি পদে তপশিলি জাতি/তপশিলি উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের দিতে হবে ১০০ টাকা।

এসএসসির এই সংশোধনী বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে: http://www.westbengalssc.com/sscorg/wbssc/download/notice/Calcutta%20University-Corrigendum-06.07.2018-2.pdf