কলকাতা হাইকোর্টের ল ক্লার্ক-কাম-রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ও গ্রুপ-ডি নিয়োগ পরীক্ষার মেধাতালিকা

731
0
NET, Net, Net Online Application

কলকাতা হাইকোর্টে ল ক্লার্ক-কাম-রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নিয়োগের জন্য (Employment Notice No. 5385-R (Recruitment) dated, 19th December, 2018) গত ১৬-১৭-১৮ মে ভাইভা-ভোসির জন্য যাঁরা নির্বাচিত হয়েছিলেন তাঁদের মেধা তালিকা প্রকাশিত হয়েছে। পরবর্তী খবরাখবর জানার জন্য হাইকোর্টের ওয়েবসাইটে (www.calcuttahighcourt.gov.in) নজর রাখতে বলা হয়েছে। উচ্চ আদালতের এই বিজ্ঞপ্তিটি (No.3244–R (Recruitment) Dated, the 18th day of June, 2019) দেখা যাবে এই লিঙ্কে: https://www.calcuttahighcourt.gov.in/Notice-Files/recruiment-notice/2180

কলকাতা হাই কোর্টে গ্রুপ-ডি কর্মী নিয়োগের পরীক্ষায় (No. 4441-RG dated 28th September, 2018 ও Notification being No. 219-R (Recruitment) dated 9th January, 2019) ভাইভা-ভোসির জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশিত হয়েছে। বিভিন্ন পদ ও ক্যাটেগরি অনুযায়ী ১৯টি তালিকা। ভাইভা হবে ১৫ নম্বরের। কবে কোথায় কী হবে জানার জন্য চোখ রাখতে হবে উচ্চ আদালতের ওয়েবসাইটে। প্রার্থীদের তালিকা দেখা যাবে এই লিঙ্কে https://www.calcuttahighcourt.gov.in/Notice-Files/recruiment-notice/2179