কলকাতা হাইকোর্টে ল ক্লার্ক-কাম-রিসার্চ অ্যাসিঃ নিয়োগ পরীক্ষার ফল

973
0
current affairs

কলকাতা হাইকোর্টের অ্যাপেলাইট সাইডে চুক্তির ভিত্তিতে ল ক্লার্ক-কাম-রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের জন্য গত ২ ও ৩ মার্চ যে পরীক্ষা হয়েছিল তার ফল বেরিয়েছে।

মেধাতালিকার প্রথম ৬৩ জন আগামী ১৬/১৭/১৮ মে ভাইভা/পার্সোন্যালিটি টেস্টে সুযোগ নিতে পারবেন।

তার জন্য কবে কোথায় কী-কী সঙ্গে নিয়ে হাজিরা দিতে হবে তাও ওই তালিকার সঙ্গে জানানো হয়েছে।

ফলাফল সহ হাইকোর্টের এই বিজ্ঞপ্তি (No. 2489-R (Recruitment), Dated, the 10th day of May, 2019) দেখা যাবে এই লিঙ্কে: http://www.calcuttahighcourt.gov.in/Notice-Files/recruiment-notice/2125