কলকাতা হাই কোর্টের পিএ/স্টেনো নিয়োগ পরীক্ষার ফল বেরোল

516
0
Folafal Final Pic

কলকাতা হাইকোর্টের অ্যাপেলেট সাইডে পিএ/স্টেনোগ্রাফার, গ্রেড-সির ৪২টি শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি নম্বর ৬৯৫-আরজি (রিক্রুটমেন্ট), তারিখ ২১ ফেব্রুয়ারি ২০১৮ অনুসারে গত ৯ জুন তারিখে প্রিলিমিনারি শর্টহ্যান্ড টেস্টের পর সফল প্রার্থীদের যে কম্পিউটার ভিত্তিক শর্টহ্যান্ড টেস্ট ২৩ জুন হয়েছিল, সেই নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল বেরিয়েছে (Memo No. 2944–R (Recruitment) Dated, the 2nd July, 2018)।

সম্ভাব্য ক্ষেত্রে ওয়েটলিস্টও রাখা হয়েছে।

ফল দেখা যাবে এই লিঙ্কে: http://www.calcuttahighcourt.gov.in/Notice-Files/recruiment-notice/1039