কলকাতা হাই কোর্টে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের পরীক্ষা

645
0
SSC CHSL, SSC CHSL 2017, SSC CHSL Result

কলকাতা হাইকোর্টের আপিল অধিক্ষেত্রে (অ্যাপেলাইট সাইডে) ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের জন্য (বিজ্ঞপ্তি নং ১৮৫৫-আরজি, তারিখ ৩০ এপ্রিল ২০১৩) লিখিত পরীক্ষা হবে আগামী ৭ এপ্রিল।

১০০ নম্বরের অবজেক্টিভ টাইপের (ওএমআর) পরীক্ষা।  কম্পিউটার প্রফিশিয়েন্সি, জেনারেল নলেজ, ম্যাথমেটিক্স ও জেনারেল ইংলিশ পেপারে, প্রতিটিতে ২৫ নম্বর। প্রতি প্রশ্নে ১ নম্বর, নেগেটিভ মার্কিং থাকবে প্রতি ৩টি ভুলের জন্য ১ নম্বর করে।

যাঁরা ১ এপ্রিলের মধ্যে অ্যাডমিট কার্ড পাবেন না তাঁরা ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড জোগাড় করতে পারেন ২ এপ্রিল বেলা ১২টা থেকে আড়াইটার মধ্যে, এই ঠিকানায় উপস্থিত হয়ে: Office of the Registrar (Recruitment and Management), Room No 654, 6th floor, Sesquicentenary Building, High Court, Calcutta. সঙ্গে নিয়ে যেতে হবে দুকপি পাসপোর্ট মাপের সাম্প্রতিক রঙিন ফটো ও একটা সচিত্র পরিচয়পত্র (আসল)। উচ্চ আদালতের ২৮ মার্চের এই বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে ক্লিক করে: http://www.calcuttahighcourt.gov.in/Notice-Files/recruiment-notice/2034

অন্যান্য প্রাসঙ্গিক তথ্য পাবেন এই লিঙ্কে: www.calcuttahighcourt.gov.in