কলকাতা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে ৪ কর্মবন্ধু

3592
0

কলকাতা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে ৪টি কর্মবন্ধু পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চুক্তির ভিত্তিতে পার্ট টাইম কাজ। যোগ্য প্রার্থীদের আগামী ১৫ জুলাই বেলা ২টোর মধ্যে সাধারণ কাগজে যোগ্যতা, বয়স, ঠিকানা ইত্যাদি জানিয়ে বায়োডেটা দিয়ে আবেদন করতে হবে। যোগ্যতা, বয়স ইত্যাদি হতে হবে রাজ্য সরকারের নিয়মানুযায়ী। কর্মবন্ধু পদের জন্য মাসিক ভাতা ৩০০০ টাকা। আবেদন পত্রের সঙ্গে নিজের রেসিডেন্সিয়াল প্রুফ, ২টি ছবি ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসের কপি দিতে হবে। আগামী ১৬ জুলাই, ২০১৯ তারিখ বেলা ২ টো থেকে সরাসরি ইন্টারভিউয়ে উপস্থিত হতে হবে।

ইন্টারভিউ স্থল – “The Calcutta  Homeopathic Medical College & Hospital, Government of West Bengal, State Model Homeopathic Institution, 265-266 Acharya Prafulla Chandra Road, Kolkata – 700009

 

 

Government Job in West Bengal, Bengal Govt Job,