কারেন্ট অ্যাফেয়ার্স ১৪ মে ২০২৪

284
0
Current Affairs 14th May

আন্তর্জাতিক
  • পুনরায় উত্তপ্ত হয়ে উঠেছে ইউক্রেন ও রাশিয়ার সীমান্ত। ইউক্রেনে একের পর এক গ্রামে অভিযান চালাচ্ছে রাশিয়া। তারা বেশ কয়েকটি গ্রাম দখল করে নিয়েছে গত কয়েকদিনে। এরই মধ্যে যুদ্ধ বিধ্বস্ত কিয়েভে পৌঁছলেন মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন। তিনি পোল্যান্ডের জেজো শহর থেকে ন’ঘন্টা ধরে ট্রেনে চড়ে সেখানে পৌঁছেছেন। প্রসঙ্গত, সম্প্রতি যুদ্ধক্ষেত্রে সহযোগিতার জন্য ইউক্রেনকে বিপুল অঙ্কের ডলার ঋণ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের পাঠানো বিপুল যুদ্ধ সরঞ্জামও ইউক্রেনে পৌঁছেছে বলে জানা গেছে। এদিকে এইরকম পরিস্থিতিতে চিন সফরে যাওয়ার ঘোষণা করলেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। গত মার্চ মাসে রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন হওয়ার পর এটাই পুতিনের প্রথম বিদেশ সফর।
  • ১৮ বছর বয়স হলে ছেলে ও মেয়েদের সেনা প্রশিক্ষণ নেওয়া বাধ্যতামূলক ছিল জার্মানিতে। তবে সেই নিয়ম ২০১১ সালের পর বন্ধ হয়ে যায়। বর্তমানে পুনরায় অনুরূপ পরিস্থিতি তৈরি হওয়ার উপক্রম হয়েছে সেখানে। জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস  পিস্টোরিয়াস জানিয়েছেন, জার্মানির জাতীয় সৈন্য দলে সৈন্যসংখ্যা প্রয়োজনের তুলনায় অনেকটাই কমে গেছে। তার সঙ্গে সুর মিলিয়ে শাসক দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি এবং কনজারভেটিভ ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন অফ জার্মানিও প্রাপ্তবয়স্কদের বাধ্যতামূলক সেনাপ্রশিক্ষণ এর পক্ষে সওয়াল করছে।
  • মার্কিন যুক্তরাষ্ট্রে প্যাটাপোস্কো নদীর উপর ফ্রান্সিস স্কট কি সেতু স্বল্পমাত্রার নিয়ন্ত্রিত বিস্ফোরকের সাহায্যে পুরোপুরি ভেঙে ফেলল প্রশাসন। প্রসঙ্গত, গত ২৬ মার্চ এমভি দালি নামে একটি জাহাজের ধাক্কায় ওই সেতু ভেঙে পড়েছিল। ওই জাহাজের ২১ জন নাবিকের মধ্যে কুড়ি জন নাবিকই ভারতীয়। তারা এখনো ওই জাহাজেই রয়েছেন।
জাতীয়
  • গাজা ভূখণ্ডে ইজরায়েলের হানাদারীতে এবার এক ভারতীয় মানবাধিকার কর্মীর মৃত্যু হল। তাঁর নাম বৈভব অনিল কালে। তিনি পুনের বাসিন্দা। তিনি ভারতীয় সেনায় কর্নেল পদে কর্মরত ছিলেন। মাত্র তিন সপ্তাহ আগে অবসরপ্রাপ্ত ওই ব্যক্তি রাষ্ট্রসঙ্ঘের সেফটি এন্ড সিকিউরিটি বিভাগের কাজে যোগ দিয়েছিলেন। ত্রাণ দেওয়ার জন্য গাজার একটি গাড়িতে ছিলেন তিনি। এই গাড়ির ওপরই ক্ষেপণাস্ত্র ছেড়ে ইজরায়েলের সেনাবাহিনী। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইট ওয়াচ জানিয়েছে, আগে থেকে জানানোর পরেও এই নিয়ে আটবার মানবাধিকার কর্মীদের গাড়িতে হামলা চালালো ইজরায়েল।
  • ভীমা কোরেগাঁও মামলায় অন্যতম অভিযুক্ত সমাজকর্মী গৌতম নওলাখা গৃহবন্দি দশা থেকে জামিন পেলেন। দেড় বছর তিনি গৃহবন্দি ছিলেন। ২০১৮ সালের ১ জানুয়ারি মহারাষ্ট্রের ভীমা কোরেগাঁও এলাকায় দলিত ও উচ্চ বর্ণের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছিলেন। এই ঘটনা নিয়েই মামলায় গ্রেফতার করা হয়েছিল তাঁকে। এদিন সুপ্রিমকোর্ট থেকে তিনি জামিন পেয়েছেন।
  • মুম্বইয়ে হোর্ডিং ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যায় বেড়ে হল ১৪। এই ঘটনায় আহত হয়েছেন ৭৫ জন।
খেলা
  • বিশ্ব ক্রম তালিকায় ২৪ নম্বরে উঠে এলেন ভারতের মহিলা টেনিস খেলোয়াড় মনিকা বাত্রা। দেশের প্রথম মহিলা টেবিল টেনিস খেলোয়াড় হিসেবে বিশ্বক্রমে প্রথম ২৫ এর মধ্যে স্থান পেলেন তিনি।
  • আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট সংস্থা। এই দলের অধিনায়ক নাজমুল শান্ত এবং সহকারী অধিনায়ক তাস্কিন আহমেদ।
বিবিধ
  • গত অর্থ বর্ষে দেশের সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি মুনাফা করেছে। শুধু তাই নয়, এই মুনাফা রেকর্ড স্থাপন করেছে। ২০২৩-২৪ অর্থবর্ষে দেশের সব রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মোট মুনাফা হয়েছে এক লক্ষ কোটি টাকা। এরমধ্যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একারই মুনাফা ৬১ হাজার কোটি টাকা। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মুনাফা ২২৮ শতাংশ বেড়ে হয়েছে ৮২৪৫ কোটি টাকা। প্রসঙ্গত, ২০১৭-১৮ সালে দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি সবমিলিয়ে ৮৫৩৯০ টাকা লোকসান করেছিল। পাঁচ বছরের মধ্যেই সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে তারা।
  • দেশে খুচরো মূল্য বৃদ্ধির হার কমলেও গত এপ্রিল মাসে পাইকারি বাজারের মূল্য বৃদ্ধি বেড়েছে ১.২ শতাংশ। এই হার গত ১৩ মাসের মধ্যে সবথেকে বেশি।