কারেন্ট অ্যাফেয়ার্স ১০ আগস্ট ২০১৮

750
0

জাতীয়

  • রাজ্যসভার কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হল স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদীর বক্তব্য। তিনি গত ৯ আগস্ট রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান নির্বাচনে পরাজিত প্রার্থী বি কে হরিপ্রসাদ সম্পর্কে কিছু মন্তব্য করেছিলেন যা বাদ দেওয়ার দাবি উঠেছিল বিরোধী মহল থেকে।
  • উত্তর দিল্লির গোলে মার্কেট এলাকায় একটি স্কুলের মধ্যেই দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে চরম লঞ্ছনা ও শারীরিক নিপীড়নের ঘটনায় স্কুলের এক কর্মীকে গ্রেপ্তার করল পুলিশ।

আন্তর্জাতিক

  • উত্তর ইয়েমেনের সাদা প্রদেশের ডাহিয়ানে শিশুদের একটি বাসে বিমান হানায় মৃত্যু হল ২৯ জন শিশুর। জখম হয়েছে ৩০টি শিশু। সৌদি আরবের নেতৃত্বাহীন জোট এই বিমানহামলা চালিয়েছিল। পিকনিক সেরে বাসে করে ফিরছিল তারা।
  • আফগানিস্তানের গজনিতে সেনাবাহিনীর একটি ছাউনিতে হামলা চালালো তালিবান জঙ্গিরা। হামলায় ১৪ জন সেনা ও ৩৯ জন জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা গেল।
  • কানাডার নিউ ব্রানসউইকের কাছে ব্রুকসাইড ড্রাইভ এক বন্দুকবাজের হামলায় ৪ জনের মৃত্যু হল।

খেলা

  • লর্ডস টেস্টে প্রথম ইনিংসে মাত্র ১০৭ রান করল ভারত। ২০ রানে ৫ উইকেট পেলেন জেমস আন্ডারসন। ভারতের হয়ে সর্বোচ্চ ২৩ রান করেন রবিচন্দ্রন অশ্বিন।
  • আসন্ন এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের মার্চপোস্টে ভারতের পতাকা বহন করবেন নীরজ চোপড়া। গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে সোনা জিতলেন এই জ্যাভলিন থ্রোয়ার। এদিন ওই প্রতিযোগিতার জন্য রওনা দিলেন ভারতীয় প্রতিযোগীরা ৩৬টি ডিসিপ্লিনে মোট ৫৭২ জন ভারতীয় অ্যাথলিট এই প্রতিযোগিতায় অংশ নেবেন।
  • সিকিমে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৪ জন ফুটবলারের।
  • নতুন মরসুমে বার্সেলোনার অধিনায়ক হিসাবে লিওনেল মেসির নাম জানানো হল। গত মরসুমে দলটির অধিনায়ক ছিলেন আন্দ্রে ইনিয়েস্তা।

বিবিধ

  • গত জুন মাসে দেশের শিল্পোৎপাদনে বৃদ্ধির হার ছিল ৭ শতাংশ। যা গত ৫ মাসে সর্বোচ্চ। কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রক এদিন এই তথ্য প্রকাশ করল।
  • জৈব জ্বালানি প্রস্তুতির লক্ষ্যে জৈব শোধনাগার নির্মাণে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে কেন্দ্র। এতে আখ থেকে চিনি তৈরির সময় প্রাপ্ত ইথানল পেট্রোলে মেশানোর উপযুক্ত পরিকাঠামো প্রস্তুত হবে। এতে বছরে অন্তত ৩ হাজার কোটি টাকা বাঁচানো যাবে। বিশ্ব জৈব জ্বালানি দিবসে এই সিদ্ধান্ত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।