কারেন্ট অ্যাফেয়ার্স ১০ আগস্ট ২০১৯

991
0

আন্তর্জাতিক

  • বিশ্বের উচ্চতম হ্রদের শিরোপা পেতে পারে নেপালের কাজিন সারা হ্রদ। অভিযাত্রীদের দাবি উদ্ধৃত করে এদিন এই মর্মে সংবাদ প্রকাশিত হয়েছে। ১৫০০ মিটার লম্বা ও ৬০০ মিটার চওড়া এই হ্রদটির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৫২০০ মিটার। বর্তমানে উচ্চতম হিসাবে স্বীকৃত নেপালেরই তিলিচো হ্রদ ৪৯১৯ মিটার)।
  • ক্ষেপণাস্ত্রের পরীক্ষার সময় বিস্ফোরণে মৃত্যু হল ৫ জনের। আহত হয়েছেন অনেকজন। রাশিয়ার আরখানাগলস্কে এই ঘটনা ঘটল। এতে তেজস্ক্রিয়তাও ছড়িয়েছে বলে জানা গেল।
  • ব্যক্তিগত বিমান ভেঙে মার্কিন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় মৃত্যু হল ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক দম্পতি যশবীর খুরানা (৬০), দিব্যা খুরানা (৫১) ও তাঁদের কন্যা কিরণ খুরানার (১৯)।

জাতীয়

  • দেশের ৯ রাজ্যে বন্যার প্রকোপে মৃত্যু হল ৯৭ জনের। মহারাষ্ট্র, কেরল, কর্নাটক, গুজরাট, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, অসম, বিহারে বন্যা পরিস্থিস্থিতি উদ্বেগজনক। সব রাজ্য মিলিয়ে কয়েক কোটি মানুষ বন্যা কবলিত হয়ে রয়েছেন। ক্ষতির পরিমাণও বিপুল। শুধুমাত্র কর্নাটকেই প্রায় ৬ হাজার কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে।
  • কাশ্মীর প্রসঙ্গে ভারত পাশে পেল রাশিয়াকেও। রাশিয়ার বিদেশমন্ত্রক এদিন এক বিবৃতিতে এই বিষয়ে মন্তব্য করেছে। অন্যদিকে পাকিস্তান এদিন দিল্লি–লাহোর বাস পরিষেবা বন্ধের সিদ্ধান্ত জানাল। ১৯৯৯ সালে এই পরিষেবা চালু হয়েছিল।

বিবিধ

  • বিধাননগরের পৌর নিগমের নতুন মেয়র হিসাবে শপথ নিলেন কৃষ্ণা চক্রবর্তী। তিনি সব্যসাচী দত্তের স্থলাভিষিক্ত হলেন।
  • ২০১৮-১৯ অর্থবর্ষে দেশের রাজ্যগুলির জিডিপি–র বিচারে পশ্চিমবঙ্গ শীর্ষস্থান (১২.৫৮ শতাংশ) রয়েছে বলে দাবি করলেন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অমিত মিত্র।

খেলা

  • উয়েফার বিচারে বর্ষসেরা গোলের মর্যাদা পেল লিওনেল মেসির একটি গোল। চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের বিরুদ্ধে বার্সেলোনার হয়ে ৩০ গজ দূর থেকে অবিশ্বাস্য শটে গোলটি করেছিলেন তিনি। এই নিয়ে ৩ বার এই পুরস্কার পাচ্ছেন মেসি। সমর্থকদের ভোটের বিচারে এই পুরস্কার দেওয়া হয়। এবার দ্বিতীয় শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর করা একটি গোল।
  • ভারত ‘এ’ দল বেসরকারি টেস্ট ক্রিকেটে ২-০ ব্যবধানে জয়ী হল ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিরুদ্ধে।
  • জর্জিয়ায় আন্তর্জাতিক কুস্তির ৬৫ কেজি বিভাগে ভারতের বজরং পুনিয়া সোনা জিতলেন।
  • ডুরান্ড কাপে মহমেডান স্পোটিং ৬-২ গোলে ভারতীয় নৌসেনাকে, কাশ্মীর ৪-০ গোলে আর্মি গ্রিনকে হারাল।