জাতীয়
- বিহারের প্রাক্তন মুখমন্ত্রী রাবড়ি দেবীকে জেরা করল সিবিআই। রেলের হোটেল লিজ দেওয়ার মামলায় তিনি অন্যতম অভিযুক্ত। দিল্লিতে বারবার ডাকা সত্ত্বেও হাজিরা না দেওয়ায় এদিন পাটনায় এসে রাবড়ি দেবীকে জিজ্ঞাসাবাদ করলেন সিবিআই-এর ৭ জন অফিসার।
- আধার কার্ডের মতো প্যান কার্ডেও রূপান্তরকামীদের নিরপেক্ষ লিঙ্গ হিসাবে চিহ্নিত করার সিদ্ধান্ত জানাল কেন্দ্র।
আন্তর্জাতিক
- ব্রিটেনের সালিসবারি জেলা হাসপাতাল থেকে ছাড়া পেলেন ইউলিয়া স্ক্রিপাল। ব্রিটেনের প্রাক্তন রুশ চর সের্গেই স্ক্রিপালের কন্যা তিনি। গত ৪ মার্চ সংজ্ঞাহীন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। নার্ভ এজেন্ট প্রয়োগ করে হত্যার চেষ্টা হয়েছিল।
- মার্কিন সেনেটের কাছে ক্ষমা চাইলেন ফেসবুক প্রধান মার্ক জুকেরবার্গ। ফেসবুক থেকে প্রাপ্ত তথ্য মার্কিন নির্বাচনে ব্যবহার করা হয়েছে বলে কেমব্রিজ অ্যানালিটিকা সংস্থার ফাঁস করা তথ্যে দাবি করা হয়েছে। মার্কিন সেনেটের সামনে উপস্থিত হওয়ার আগেই তথ্যের চুরি যাবার বিষয়টি স্বীকার করে ক্ষমা চেয়ে নিলেন তিনি।
খেলা
- গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে একাদশ সোনাটি জিতল ভারত। এদিন ২৫ মিটার পিস্তল ইভেন্টে হিনা সিধু সোনা জিতলেন। গোল্ড কোস্টে এটি তাঁর দ্বিতীয় পদক। ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে রুপো জিতেছিলেন তিনি। ১১টি সোনা, ৪টি রুপো, ৬টি ব্রোঞ্জ সহ ২১টি পদক জিতে পদক তালিকায় এখন ভারতের স্থান তৃতীয়। ভারতের আগে রয়েছে অস্ট্রেলিয়া (৫০টি সোনা) ও ইংল্যান্ড (২৪টি সোনা)।
- এশিয়া কাপের আয়োজন ভারত থেকে সরে গেল সংযুক্ত আরব আমিরশাহিতে। পাকিস্তানের আপত্তিতেই এই সিদ্ধান্ত নিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল। সেপ্টেম্বর মাসে এই প্রতিযোগিতার আসর বসবে।
বিবিধ
- ব্রিটেনে কাজ শুরু করল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। যে শাখা সংস্থা খোলা হল তার নাম এসবিআই ইউকে। প্রাথমিকভাবে ২২.৫ কোটি পাউন্ড লগ্নি করা হয়েছে।
- রাষ্ট্রায়ত্ত এয়ার ইন্ডিয়া কেনার দৌড়ে জেট এয়ারওয়েজ থাকছে না বলে জানিয়ে দিল। এর আগে ইন্ডিগো সংস্থাও জানিয়েছিল যে তারা এই সংস্থা কেনার দৌড়ে থাকছে না। এদিকে ক্রেতা না থাকায় রাষ্ট্রায়ত্ত হেলিকপ্টার সংস্থা ‘পবন হংস’ বিক্রির সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত জানাল কেন্দ্র।