কারেন্ট অ্যাফেয়ার্স ১০ এপ্রিল, ২০১৯

schedule
2019-04-12 | 06:04h
update
2019-04-12 | 06:04h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক

  • প্রকাশিত হল ইজরায়েলের সাধারণ নির্বাচনের ফল। সেখানে ১২০টি আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করল শাসক দল লিকুদ-ই। ফলে পঞ্চম বারের জন্য ইজরায়েলের প্রধানমন্ত্রী হতে চলেছেন বেঞ্জামিন নেতানিয়াহু।
  • পৃথিবী থেকে ৫ কোটি ৩০ লক্ষ আলোকবর্ষ দূরে এম ৮৭ গ্যালাক্সির কেন্দ্রে থাকা ব্ল্যাক হোলের ছবি তোলা সম্ভব হয়েছে। এই প্রথম তা সম্ভব হল। পৃথিবীর ৮ প্রান্তের বেতার দূরবিনের সমন্বয়ে গঠিত ‘ইভেন্ট হরাইজন টেলিস্কোপ’ এই ছবি তুলেছে। জ্যোতির্বিজ্ঞানীদের কথায় ‘সায়েন্স ফিকশন হ্যাজ বিকাম সায়েন্স ফ্যাক্ট’। ছবিটা প্রকাশিত হল ‘অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটারস’-এর বিজ্ঞানী শেপার্ড ডোয়েলম্যানের তত্ত্বাবধানে। ২০০ জন জ্যোতির্বিজ্ঞানীর চেষ্টায় এই প্রচেষ্টা সফল হল।
  • জালিয়ানওয়ালাবাগ ব্রিটিশ ভারতের ইতিহাসে ‘এক লজ্জাজনক ক্ষত’ বলে মন্তব্য করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে।
Advertisement

জাতীয়

  • মণিপুর হাইকোর্টের নির্দেশে কারাগার থেকে মুক্তি পেলেন মণিপুরের সাংবাদিক কিশোরচন্দ্র ওয়াংখেম। গত ৪ মাস তিনি বন্দি ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যর মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের বিরুদ্ধে সমালোচনা করায় জাতীয় নিরাপত্তা আইনে তাঁকে আটক করা হয়েছিল।
  • বিচ্ছিন্নতাবাদীদের অর্থ সাহায্যের অভিযোগে জেকেএলএফ প্রধান ইয়াসিন মালিককে গ্রেপ্তার করল এনআইএ।

বিবিধ

  • চিনের থেকে ভারতে জনসংখ্যাবৃদ্ধির হার দ্বিগুণেরও বেশি। ২০১০ সাল থেকে ২০১৯ সালের মধ্যে ভারতে এই হার ছিল ১.২ শতাংশ। চিনে ০.৫ শতাংশ। গোটা বিশ্বে এই হার ১.১ শতাংশ। রাষ্ট্রসঙ্ঘের একটি রিপোর্ট থেকে এই তথ্য জানা গেল।

খেলা

  • ২০১৯ সালে উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাকের বর্ষসেরা ক্রিকেটার পুরস্কার পাচ্ছেন বিরাট কোহলি। তিনি এই নিয়ে পর-পর ৩ বার বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেলেন। লিডিং ক্রিকেটের পুরস্কার পাচ্ছেন ভারতের মহিলা ক্রিকেটার স্মৃতি মান্ধানা।
  • সুপার কাপের ফাইনালে উঠল চেন্নাইয়ান এফসি। এদিন সেমিফাইনালে তারা ২-০ গোলে হারাল এটিকে-কে। ফাইনালে তাদের প্রতিপক্ষ এফসি গোয়া।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.05.2024 - 02:22:22
Privacy-Data & cookie usage: