আন্তর্জাতিক
- আবু ধাবির আদালতে সরকারি ভাষার স্বীকৃতি পেল হিন্দি। এখন থেকে সেখানকার আদালতে যে-কোনো ফর্ম আরবি বা ইংরেজি ছাড়া হিন্দিতেও পূরণ করা যাবে। প্রসঙ্গত, আরব আমিরশাহিতে অন্তত ২০ লক্ষ ভারতীয় বসবাস করেন।
- পাকিস্তানের বৈদেশিক মুদ্রার সঞ্চয় পৌঁছেছে তলানিতে। আপৎকালীন ভিত্তিতে অর্থ সাহায্য করেছিল চিন। এখন পাকিস্তানের জন্য সাহায্য দানের আর্জি নিয়ে আরব দেশগুলির দ্বারস্থ হলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।
গাড়ি দুর্ঘটনা নিয়ে বিতর্কে জড়িয়ে ছিলেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ (৯৭)। এদিন তিনি লাইসেন্স জমা দিয়েছেন বলে জানাল পুলিশ।
জাতীয়
- ২০১৭-২০১৮ অর্থবর্ষে কেন্দ্রীয় সরকারি দপ্তরে আড়াই লক্ষেরও বেশি কর্মসংস্থান হয়েছে বলে দাবি করা হল বাজেট নথিতে যা মানতে নারাজ অন্য কোনো পক্ষই।
- আদালতে মামলা শুরুর আগেই সোশ্যাল মিডিয়ার আলোচনা বিচার প্রক্রিয়ার ওপর প্রভাব ফেলে বলে মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের বিচারপতি এ কে সিক্রি।
বিবিধ
- রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের জনধন অ্যাকাউন্টগুলিতে ৯০০০০ কোটি টাকার আমানত জমা হয়েছে বলে জানাল কেন্দ্র।
- ভারতের রিজার্ভ ব্যাঙ্কের থেকে ২৮০০০ কোটি টাকা অন্তর্বর্তী ডিভিডেন্ড প্রত্যাশা করা হচ্ছে বলে জানালেন কেন্দ্রের আর্থিক বিষয়ক সচিব সুভাষচন্দ্র গর্গ।
খেলা
- হ্যামিলটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ টি২০ ম্যাচে ভারত ৪ রানে হেরে গেল। এর ফলে সিরিজেও ভারত ১-২ ব্যবধানে পরাস্ত হল। পর-পর ১০টি সিরিজ জয়ের পর ভারতের এই পরাজয়। অন্যদিকে মেয়েদের টি২০ ক্রিকেটেও শেষ ম্যাচে ৩ রানে হারল ভারত। তারা ০-৩ ব্যবধানে সিরিজে পরাস্ত হল।
- সিনিয়র জাতীয় হকিতে চ্যাম্পিয়ন হল রেলওয়ে স্পোর্টস প্রমোশন বোর্ড (আরএসপিবি)। এদিন গোয়ালিয়রে তারা ৩-২ গোলে হারাল গতবারের চ্যাম্পিয়ন পাঞ্জাবকে।