কারেন্ট অ্যাফেয়ার্স ১০ মে ২০২০

721
0

আন্তর্জাতিক

  • বিশ্বে কোভিড সংক্রমণে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২,৮২,৫১৬ জনের৷ আক্রান্ত মানুষের সংখ্যা ৪১,৫২,০৩৯৷ মার্কিন যুক্তরাষ্ট্রে ৮০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এই সংক্রমণে৷ আক্রান্ত হয়েছেন সাড়ে তেরো লক্ষ জন৷ ব্রিটেনে ৩১ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন করোনায়৷ সেখানে সংক্রমণের মাত্রা অনুযায়ী সবুজ থেকে লাল মোট ৫টি জোনে দেশকে ভাগ করে বিধিনিষেধ জারির কথা বলা হয়েছে৷ পাকিস্তানে সংক্রমণের শিকার ২৯ লক্ষ জন৷ তাও সেখানে লকডাউন শিথিল করা হয়েছে৷ মার্কিন যুক্তরাষ্ট্রে উপরাষ্ট্রপতি মাইক পেন্সের মুখপাত্র কে টি মিলার সহ হোয়াইট হাউসের ৩৩ জন কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন৷

 

জাতীয়

  • দেশে গত ২৪ ঘণ্টায় ৩,২৭৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন৷ মৃত্যু হয়েছে ১২৮ জনের৷ মোট ৬২,৯৩৯ জন আক্রান্ত হয়েছেন এবং ২,১০৯ জনের মৃত্যু হয়েছে৷ মহারাষ্ট্রে ২০,২২৮ জন আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে ৭৭৯ জনের৷ পশ্চিমবঙ্গে মোট ১,৯৩৯ জন আক্রান্ত হয়েছন, মৃত্যু হয়েছে ১১৩ জনের৷ কো-মর্বিডিটির কারণে মৃত ৭২ জন৷ এরই মধ্যে ১২ মে কিছু বিশেষ বাতানুকূল যাত্রীবাহী ট্রেন চালানোর কথা জানাল কেন্দ্রীয় সরকার৷ নয়াদিল্লি থেকে ১৬িটি গন্তব্যে যাত্রীদের ও সার্বিক সামাজিক দূরত্ব রক্ষা করে ট্রেন চালানো হবে৷ টিকিট কাটতে হবে অনলাইনে৷ এদিকে গুজরাটে ৩৪৩ জনকে সংক্রমণের সুপার স্প্রেডার হিসাবে চিহ্নিত করা হয়েছে৷ সেখানে ৭,৭৯৬ জন আক্রান্ত হয়েছেন৷ মৃত্যু হয়েছে ৪৭২ জনের৷

 

বিবিধ

  • কোভিড-১৯ সংক্রমণে প্রয়াত হলেন ইতিহাসবিদ হরিশঙ্কর বাসুদেবন, বয়স হয়েছিল ৬৮ বছর৷ তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক, এনসিইআরটির সমাজ বিজ্ঞান পাঠ্যপুস্তক রচয়িতা কমিটির প্রাক্তন প্রধান এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকের ভূতপূর্ব পরামর্শদাতা৷

 

খেলা

  • শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার তিলকরত্নে দিলমান তাঁর পছন্দের একদিনের ক্রিকেটে বিশ্বে সর্বকালের সেরা একাদশ বেছে নিলেন৷ দলের অধিনায়ক রিকি পন্টিং৷ দলে রয়েছেন শচীন তেন্ডুলকর, সনৎ জয়সূর্য, ব্রায়ান লারা, ওয়াসিম আক্রম, কোর্টনি ওয়ালশ, মুথাইয়া মুরলীধরন, শেন ওয়ার্ন প্রমুখ৷