কারেন্ট অ্যাফেয়ার্স ১১ আগস্ট ২০১৯

schedule
2019-08-14 | 08:29h
update
2019-08-14 | 08:29h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক

  • পাকিস্তানে লাহোর দুর্গে মহারাজা রণজিত সিংহর মূর্তি ভেঙে গুঁড়িয়ে দিল ২ দুষ্কৃতী। রণজিত সিংয়ের ১৮০তম জন্মবার্ষিকীতে লাহোর দুর্গের মধ্যে ৯ ফুট উচ্চতা বিশিষ্ট মূর্তি স্থাপন করেছিল ব্রিটেনের শিখ হেরিটেজ ফাউন্ডেশন এবং ওয়ার্ল্ড সিটি অব লাহোর অথরিটি। ২ দুষ্কৃতীকে আটক করেছে পুলিশ। তারা তেহরিক নাবাইক নামে একটি কট্টরপন্থী সংগঠনের সদস্য বলে জানা গেছে।
  • উত্তর কোরিয়ার হামহুং শহরের কাছে দুটি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হল। রাষ্ট্রপ্রধান কিং জং উন স্বয়ং সেই উৎক্ষেপণ প্রত্যক্ষ করলেন। গত ২ সপ্তাহে পঞ্চমবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া।
  • ঘূর্ণিঝড় ‘লেকিমা’ আছড়ে পড়ল চিনে। বেগ ছিল ঘণ্টায় ১৯০ কিমি। মৃত্যু হল ৩২ জনের। লক্ষাধিক মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল।
Advertisement

জাতীয়

  • কেরলে কাদার ধসে তলিয়ে গেল মালাপ্পুরম জেলার কাভালাপ্পারা এবং ওয়ানাড় জেলার পুথুমালা গ্রাম। কেরলে এ মরসুমে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা হয়েছে ৭২। ওই দুই গ্রামে অন্তত ৬০ জনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। কেরল ছাড়াও মহারাষ্ট্র, কর্নাটক, গুজরাতেও বন্যা পরিস্থিতি ভয়াবহ। গুজরাটের কল্যাণপুরে পৃথ্বীরাজ সিং জাদেজা নামের একজন পুলিশকর্মী দুটি শিশুকে কাঁধে চাপিয়ে ৮০০ মিটার জলমগ্ন পথ পেরিয়ে নিরাপদ স্থানে পৌঁছে দিয়ে সর্বত্র প্রশংসিত হলেন। কর্নাটকে মৃত্যু হয়েছে ৩১ জনের। মহারাষ্ট্রে ৩০ জনের। বন্যায় গুজরাটে মৃত্যু হয়েছে ৩০ জনের।
  • চিন সফরে গেলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

বিবিধ

  • বেনামি সম্পত্তি বাজেয়াপ্ত আইনে দিল্লির একটি বাংলো বাজেয়াপ্ত করল আয়কর দপ্তর। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথের ভাইপো রাতুল পুরীর ওই ৩০০ কোটি টাকার বাংলোটি ছিল। তাঁর ৪ কোটি মার্কিন ডলার মূল্যের বিদেশি সম্পত্তি বাজেয়াপ্ত করা হল।
  • জয়পুর রাজ পরিবারের সদস্য তথা সাংসদ দিয়া কুমারী দাবি করলেন তাঁর পরিবার রামের পুত্র কুশের বংশধর।

খেলা

  • ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের একদিনের সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ম্যাচে ভারত ডাকওয়ার্থ লুইস সিস্টেমে ৫৯ রানে জয়ী হল। এদিন শতরান করলেন বিরাট কোহলি (১২০)। এক দিনের ক্রিকেটে এটি তাঁর ৪২তম শতরান। ২২৯ ইনিংস ১১৪০৬ রান করে তিনি টপকে গেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে (১১৩৬৩)। একদিনের ক্রিকেটে রান সংগ্রহে বর্তমানে তাঁর ক্রম অষ্টম। কোহলি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রানের (২০৩২) নজিরও গড়লেন। ভাঙলেন ২৬ বছর আগে জাভেদ মিয়াঁদাদের রেকর্ড। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে তাঁর ওডিআই শতরান সংখ্যাও সর্বোচ্চ (৮টি)। এদিন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ৩০০তম একদিনের ম্যাচ খেললেন। ব্রায়ান লারার রেকর্ড ভেঙে ওয়েস্ট ইন্ডিজের সবথেকে বেশি ওডিআই রানের মালিক (১০৪০৫) হলেন তিনি।
  • হায়দরাবাদ ওপেন ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন সৌরভ বর্মা। ফাইনালে হারালেন সিঙ্গাপুরের কেন ইয়কে।
  • অনূর্ধ্ব ১৯ ত্রিদেশীয় একদিনের সিরিজে চ্যাম্পিয়ন হল ভারত।
  • একটানা ১৭ ম্যাচ জিতে নজির গড়ল থাইল্যান্ডের টি২০ মহিলা ক্রিকেট দল।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
07.05.2024 - 17:16:40
Privacy-Data & cookie usage: