কারেন্ট অ্যাফেয়ার্স ১১ জুলাই ২০১৮

schedule
2018-07-12 | 13:22h
update
2018-07-12 | 13:22h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

জাতীয়

  • তাজমহলের যথাযথ রক্ষণাবেক্ষণে কেন্দ্র ও উত্তরপ্রদেশ সরকার ‘অলস’ বলে মন্তব্য করল সুপ্রিম কোর্ট। তাজমহল নিয়ে সংসদের স্থায়ী কমিটির রিপোর্টেও রক্ষণাবেক্ষণে ত্রুটির কথা রয়েছে।
  • উত্তরপ্রদেশে উন্নাওয়ের যৌন লাঞ্ছনার ঘটনায় বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের বিরুদ্ধে চার্জশিট পেশ করল সিবিআই।

আন্তর্জাতিক

  • জাপানে ভয়াবহ বন্যা পরিস্থিতির জেরে ইউরোপ সফর বাতিল করলেন জাপ প্রধানমন্ত্রী শিনজো আবে। সেখানে এ মরসুমে বিধ্বংসী বন্যায় মৃত্যু হয়েছে ১৭৬ জনের।
  • ইরানের থেকে ভারত যদি অপরিষোধিত তেল আমদানি হ্রাস করে তাহলে সুবিধা তারা পাবে না। এদিন একথা জানাল ইরান। ইরানে চাবাহার বন্দর নির্মাণে যৌথ দায়িত্বে রয়েছে ভারত। কিন্তু ৪ নভেম্বরের মধ্যে ইরান থেকে তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। গত জুন মাসে ইরান থেকে তেল আমদানি ২৫ শতাংশ কমিয়েছে ভারত।
  • পাকিস্তানের পেশোয়ারে আওয়ামি ন্যাশনাল পার্টির এক নির্বাচনী জনসভায় আত্মঘাতী বিস্ফোরণে মৃত্যু হল ১৩ জনের। এএনপি-র শীর্ষস্থানীয় এক নেতারও মৃত্যু হল বিস্ফোরণে।
  • পাকিস্তানের প্রথম শিখ পুলিশ অফিসার শুলার সিং শাহিনকে মারতে-মারতে ঘর থেকে বের করে দেওয়া হল। জমি সংক্রান্ত বিবাদে ইভ্যাকিউয়ি ট্রাস্ট প্রপার্টি বোর্ড-এর প্ররোচনায় এই ঘটনা বলে অভিযোগ।
Advertisement

খেলা

  • উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে হেরে গেলেন রজার ফেডেরার। কেভিন অ্যান্ডারসনের কাছে হারলেন তিনি। ৪ বার ফেডেরারের কাছে পরাস্ত হওয়ার পর এদিন পঞ্চমবারের সাক্ষাতে জয়ী হলেন অ্যান্ডারসন।
  • রাশিয়া বিশ্বকাপের ফাইনালে উঠল ক্রোয়েশিয়া। এই প্রথম তারা বিশ্বকাপ ফাইনাল খেলবে। যুগোশ্লাভিয়া ভেঙে এই দেশ স্বাধীন হয়েছে। অবিভক্ত অবস্থায় যুগোশ্লাভিয়া ১৯৩০ এবং ১৯৬২ সালে বিশ্বকাপ সেমিফাইনাল খেলেছিল। এদিন সেমিফাইনালে ক্রোয়েশিয়া ২-১ গোলে হারাল ১৯৬৬ সালের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে। ক্রোয়েশিয়া ও ইংল্যান্ডের ফিফা র‍্যাঙ্কিং যথাক্রমে ২০ ও ১২। এদিন ইংল্যান্ডের হয়েই প্রথম গোলটি করেন কিয়েরান ট্রিপিয়া। ক্রোয়েশিয়ার হয়ে গোল শোধ করেন ইভান পেরিসিচ। অতিরিক্ত সময়ে জয়সূচক গোলটি করলেন ক্রোয়েশিয়ার মারিয়ো মাঞ্চুকিচ।

বিবিধ

  • আরও ২০ হাজার কোটি ডলারের চিনা পণ্যে ১০ শতাংশ শুল্ক বসানোর সিদ্ধান্ত জানাল মার্কিন যুক্তরাষ্ট্র। সম্প্রতি ৩৪০০ কোটি ডলারের চিনা পণ্যে ২৫ শতাংশ শুল্ক বসানোর সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। প্রসঙ্গত, মার্কিন-চিনা বাণিজ্য ঘাটতি ৩৭৫০০ কোটি ডলার। এজন্য ২০ লক্ষ কাজের সুযোগ মার্কিন যুক্তরাষ্ট্রে কম হচ্ছে বলে অভিযোগ করেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।
  • ২০১৭ সালে জিডিপির অঙ্কে বিশ্বে ষষ্ঠ স্থানে উঠে এল ভারত। ২০১৭ সালে ভারতের জিডিপির অঙ্ক ছিল ২.৫৯ লক্ষ কোটি ডলার। তালিকার শীর্ষ দুটি স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও চিন।
  • ট্রাইয়ের সুপারিশ মেনে নেট নিরপেক্ষতা নীতি অনুমোদন করল টেলিকম কমিশন।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.05.2024 - 20:29:12
Privacy-Data & cookie usage: