কারেন্ট অ্যাফেয়ার্স ১১ জুন, ২০১৯

644
0
Current Affairs 11 June 2019

আন্তর্জাতিক

  • কর্তারপুর করিডর তৈরির কাজ শুরু করেছে পাকিস্তান, শিখ ধর্মাবলম্বীদের ওই পুণ্য তীর্থক্ষেত্র ও সীমান্তের মধ্যে করিডর তৈরি হচ্ছে। চলতি অর্থবর্ষে এই করিডর নির্মাণে আরও ১০০ কোটি টাকা বরাদ্দ করল ইমরান খান সরকার।
  • উত্তর কোরিয়ার রাষ্ট্রপতি কিম জং উনের সতভাই কিম জং নাম ২০১৭ সালে কুয়ালালামপুর বিমানবন্দরে খুন হয়েছিলেন, রাসায়নিক স্প্রে করে তাঁকে হত্যা করা হয়। তিনি মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-র চর ছিলেন বলে দাবি করলেন মার্কিন সাংবাদিক অ্যানা ফিফিল্ড। ‘দ্য গ্রেট সাকসেসর’ বইয়ে এই দাবি জানানো হল।

জাতীয়

  • অরুণাচল প্রদেশের সিয়াং জেলার ১২ হাজার ফুট উচ্চতায় পাহাড়ের একটি খাদে বায়ুসেনার এএন ৩২ বিমানের ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেল। ৮ দিন আগে বিমানটি নিখোঁজ হয়েছিল। এখনও ঘটনাস্থলে সেনা পৌঁছতে পারেনি।
  • দেশের অন্তর্বর্তীকালীন সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনার হলেন শরদ কুমার।
  • উত্তর ভারত ও পূর্ব ভারতে তাপপ্রবাহ চলছে। দিল্লি, এলাহাবাদ ও আরও বেশ কিছু স্থানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল যথাক্রমে ৪৮, ৪৮.৯, ৪৯.২ ডিগ্রি ফারেনহাইট। রাজস্থানের চুরুর তাপমাত্রা ৫০ ডিগ্রি ছাড়িয়ে গেল।
  • ১১০ ঘণ্টা চেষ্টার পর উদ্ধার করা হল নিষ্প্রাণ বালক ফতেবির সিংকে। পাঞ্জাবে সঞ্জরুরে ১৫০ ফুট গভীর নলকূপের গর্তে পড়ে গিয়েছিল সে।
  • সপ্তদশ লোকসভার প্রোটেম স্পিকার বীরেন্দ্র কুমার হবেন বলে নির্ধারিত হল।

বিবিধ

  • ইউরোপে টাটা স্টিল-থাইসেনক্রুপের জোট ভেস্তে গেল। এই জোটপ্রস্তাব খারিজ করে দিল সেখানকার প্রতিযোগিতা কমিশন।
  • বাজেটের প্রস্তুতি হিসাবে কৃষক সংগঠনগুলির সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
  • ফেসবুক-এর হল অব ফেম-এ ঠাঁই পেলেন মণিপুরের জোনেল স্যেগাইজাম (২২) তিনি হোয়াটস অ্যাপের ত্রুটি ধরে দিয়েছিলেন সংস্থাটিকে।
  • আইটিসি রয়্যাল বেঙ্গল হোটেলের উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

খেলা

  • বংলাদেশ–শ্রীলঙ্কা ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হল। চলতি বিশ্বকাপে এই নিয়ে তিনটি ম্যাচ এভাবে পণ্ড হয়ে গেল।
  • ১০ অক্টোবর থেকে অনুষ্ঠিতব্য গ্র্যান্ড সুইস টুর্নামেন্ট দাবায় ভারতীয় দলকে বিশ্বনাথন আনন্দ নেতৃত্ব দেবেন বলে জানানো হল।
  • বিশ্ব তিরন্দাজিতে পুরুষ রিজার্ভে ভারতীয় দল ৫-১ পয়েন্টে নরওয়েকে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে উঠল।