আন্তর্জাতিক
- মার্কিন কংগ্রেসের সামনে শুনানিতে হাজির হলেন গুয়াতেমালা থেকে আসা শরণার্থী ইয়াসমিন জুয়ারেজ। মার্কিন ডিটেনশন সেন্টারে তাঁদের প্রবল ঠান্ডায় একটি খাঁচায় বেশ কয়েকদিন আটক থাকতে হয়েছিল। সেখানে ফুসফুসের সংক্রমণে মৃত্যু হয় তাঁর দেড় বছরের কন্যার। কার্যত বিনা চিকিৎসায়।
- এইচ আর ১০৪৪ বা গ্রিনকার্ড নামে পরিচিত বিল পাশ হল মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভস-এ। দেশ পিছু বছরে মঞ্জুরিযোগ্য ভিসার ৭ শতাংশ গ্রিন কার্ড মঞ্জুর করার সীমারেখা উঠে যাবে বিলটি আইনে পরিণত হলে।
- কেনিয়ার সাংসদ রিচার্ড টোঙ্গি ২০০ টাকা ঋণ শোধ করতে ৩০ বছর পর ফিরে এলেন ভারতে। ঔরঙ্গাবাদের মুদি দোকানি কামানাথ গাওলির সঙ্গে দেখা করে সেই সময়ে সহযোগিতার কথা স্মরণ করে কৃতজ্ঞতা জানালেন তিনি। শিক্ষা গ্রহণে তখন ভারতে এসেছিলেন রিচার্ড।
জাতীয়
- কর্নাটকের পদত্যাগী ১০ জন বিধায়কের বিষয়ে সিদ্ধান্ত নিতে কর্নাটক বিধানসভার অধ্যক্ষ কে আর রমেশকে বলল সুপ্রিম কোর্ট। ওই বিধায়কদের ইস্তফা যথাযথ নয় বলে জানিয়েছিলেন অধ্যক্ষ। তাঁরা সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন।
- ২০১০ সালের ২০ জুলাই গুজরাট হাইকোর্টের সামনে খুন হয়েছিলেন সমাজকর্মী অমিত জেঠুয়া। গুজরাটের গির অরণ্যে বেআইনি খনির ঘটনা প্রকাশ্যে এনেছিলেন তিনি। এই মামলায় বিজেপির প্রাক্তন সাংসদ দীনু বোগং সোলাঙ্কি সহ ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল বিশেষ সিবিআই আদালত।
- অসমে জাপানি এনসেফেলাইটিস সিনড্রোম (এইএস)-এ মৃ্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে হল ১৫৬।
বিবিধ
- গত অর্থবর্ষে ভারতে প্রত্যক্ষ বিদেশি লগ্নি (এফডিআই) ছিল ৬৪৪০ কোটি ডলারের। জানালেন বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরলিধরন।
- দেশে ৩ চাকার গাড়ি নির্মাণে ৪ বছর পর কেবল বৈদ্যুতিন গাড়ি এবং ১৫০ সিসির কম মোটর বাইক নির্মাণে ৬ বছর পর কেবল বৈদ্যুতিন গাড়ি নির্মাণের সুপারিশ করল নীতি আয়োগ।
খেলা
- বিশ্বকাপ ক্রিকেটর ফাইনালে উঠল ইংল্যান্ড। ১৯৯২ সালের পর তারা ফের বিশ্বকাপের ফইনালে উঠল। এদিন তারা সেমিফাইনালে ৮ উইকেটে হারাল অস্ট্রেলিয়াকে। প্রথমে ব্যাট করে ২২৩ রান তুলেছিল অস্ট্রেলিয়া। ম্যান অব দ্য ম্যাচ হলেন ক্রিস ওকম (৮-০-২০-৩)। প্রসঙ্গত, এবার বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। যারা অতীতে কোনোদিনই বিশ্বচ্যাম্পিয়ন হয়নি।
- গত ১০ জুলাই নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে ভারতের প্রথম ৩ জন ব্যাটসম্যানই (লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি) ব্যক্তিগতভাবে ১ রান করে আউট হয়েছেন। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথম এই ঘটনা ঘটল।
- ভারতের জেরেমি লালরিননুথা নিউজিল্যান্ডে কমনওয়েল্থ ভারোতোত্তনে যুব বিশ্বরেকর্ড গড়লেন। ৬৭ কেজি বিভাগে ১৩৬ কেজি ভার তুলেছেন তিনি যা বিশ্বযুব, এশীয় এবং কমনওয়েলথ রেকর্ড।
- সৌমেন্দ্রনাথ কুণ্ডু (৭৭) প্রয়াত হলেন। বাংলার এই প্রাক্তন ক্রিকেটার ১৯৫৮ থেকে ১৯৬৯ সালের মধ্যে ৩০টি প্রথম শ্রেণির ম্যাচে ১২৭টি উইকেট পেয়েছিলেন।