কারেন্ট অ্যাফেয়ার্স ১২ এপ্রিল ২০২০

1105
0

আন্তর্জাতিক

  • বিশ্বজুড়ে করোনা সংক্রমণে ১,১৩,১৯১ জন মানুষের মৃত্যু হল৷ আক্রান্ত হয়েছেন ১৮,৩৫,৪৭৪ জন৷ তবে সুস্থও হয়েছেন ৪,২০ ৫১০ জন৷ খ্রিস্টান ধর্মাবলম্বীরা ইস্টার সানডে পালন করলেন বাড়িতেই৷ করোনা ভাইরাস সংক্রমণে মার্কিন যুক্তরাষ্ট্র, ইতালি, স্পেন ও ফ্রান্সে মৃতের সংখ্যা বেড়ে হল ২০,৫৭৭, ১৯,৪৬৮, ১৬,৯৭২ এবং ১৬,৮৩২৷ করোনায় আক্রান্ত হয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন৷ সুস্থ হয়ে ওঠায় এদিন তাঁকে ছেড়ে দেওয়া হল লন্ডনের সেন্ট টমাস হাসপাতাল থেকে৷ এরই মধ্যে চিনে নতুন করে করোনা আক্রান্তের খোঁজ মিলছে৷ আরও উদ্বেগের বিষয় হল এমন ৬৫ জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন যাঁদের শরীরে এই রোগ সংক্রমণের চেনা উপসর্গগুলি দেখা যায়নি৷

 

জাতীয়

  • দেশে কোভিড-১৯ সংক্রমণে মৃত্যু হয়েছে ২৭৩ জনের৷ আক্রান্ত হয়েছেন ৮,৪৪৭ জন৷ এ পর্যন্ত মোট ৭৬৪ জন সুস্থ হয়ে উঠেছেন৷ মহারাষ্ট্রে এই সংক্রমণে ১২৭ জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছেন ১,৭৬১ জন৷ দিল্লি ও তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে৷ মধ্যপ্রদেশে মৃত্যু হয়েএছ ৩৬ জনের৷ দেশের ৩৬৪টি জেলায় করোনা সংক্রমণের খোঁজ মিলেছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক৷ এই মুহূর্তে দেশে ৬০১টি হাসপাতালে ১.০৫ লক্ষ শয্যা করোনা চিকিৎসার জন্য সংরক্ষিত রয়েছে বলে জানাল তারা৷ পশ্চিমবঙ্গে আরও ২ জন করোনা সংক্রমণে প্রাণ হারিয়েছেন৷ এরাজ্যে মৃতের সংখ্যা বেড়ে হল ৭৷ আক্রান্ত হয়েছেন ৯৫ জন৷ পশ্চিমবঙ্গে লকডাউনের সময়ে বাড়ির বাইরে বেরতে হলে মাস্ক পরা বাধ্যতামূলক করল রাজ্য সরকার৷

 

বিবিধ

  • ভারতে গৃহঋণ প্রদানকারী সংস্থা এইচডিএফসি-র ১.১ শতাংশবা ১.৭৫ কোটি শেয়ার কিনেছে চিনের শীর্যব্যাঙ্ক পিপল’স ব্যাঙ্ক অব চায়না৷ কোন সময়ে এই লেনদেন হয়েছে তা অবশ্য স্পষ্ট নয়৷ প্রসঙ্গত, গত ১৪ জানুয়ারি থেকে ৯ এপ্রিল পর্যন্ত এইচডিএফসি-র শেয়ার দর পড়েছে ৩২ শতাংশ৷
  • ২০২০-২১ অর্থবর্ষে ভারতে বৃদ্ধির হার ১.৫-২.৮ শতাংশ হবে বলে পূর্বাভাস দিল বিশ্বব্যাঙ্ক৷

 

খেলা

  • ফর্মুলা ওয়ানের প্রাক্তন চালক স্টার্লিং মস প্রয়াত হলেন৷ তিনি সত্যিকারের কিংবদন্তী ছিলেন বলে মন্তব্য করলেন লুইস হ্য্যামিলটন৷ ১৯৫১১ থেকে ১৯৬১ পর্যন্ত ৬৬টি গ্রাঁপ্রিতে যোগ দিয়েছিলেন স্টার্লিং৷
  • ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলার পিটার বোনেত্তি প্রয়াত হলেন, বয়স হয়েছিল ৭৮৷