কারেন্ট অ্যাফেয়ার্স ১২ ফেব্রুয়ারি, ২০১৯

schedule
2019-02-14 | 05:07h
update
2019-02-14 | 05:07h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক

  • আন্তর্জাতিক ড্রেসডেন শান্তি পুরস্কার পেলেন ‘নাপাম কন্যা’ কিম কুক। ৫৫ বছরের কিম এখন কানাডার নাগরিক। যুদ্ধে ক্ষতিগ্রস্ত শিশুদের বিমানূল্যে চিকিৎসা সহায়তা দেন তিনি। প্রসঙ্গত, ভিয়েতনাম যুদ্ধে নাপাম বোমার আঘাতে অগ্নিদগ্ধ যে শিশুর বিবস্ত্র হয়ে পলায়নের দৃশ্য বিশ্ববাসীর ঘুম কেড়ে  নিয়েছিল, সে আসলে কিমই। পুরস্কার দেওয়া হয় জার্মানির ড্রেসডেনে।
  • ২৪ সপ্তাহের গর্ভস্থ ভ্রূণকে মায়ের পেট থেকে বের করে স্নায়ুরোগের (স্পাইনা বিফিডা) অস্ত্রোপচার করে পুনরায় তাকে মায়ের গর্ভে প্রতিস্থাপিত করা হল। ব্রিটেনের ব্রুমফিল্ড হাসপাতালে এই ঘটনা ঘটেছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, এই ধরনের ঘটনা চতুর্থবার ঘটল সেখানে।
Advertisement

জাতীয়

  • পশ্চিমবঙ্গে অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত প্রধান উপদেষ্টা নিযুক্ত হলেন রীনা মিত্র। তিনি ১৯৮৩ ব্যাচের মধ্যপ্রদেশ ক্যাডারের আইপিএস অফিসার। বাঙালি মেয়েদের মধ্যে তিনি প্রথম আইপিএস।
  • দিল্লির করোলবাগে অর্পিত প্যালেস হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড হল। অগ্নিকাণ্ড, ধোঁয়া এবং আতঙ্কে ঝাঁপ দেওয়ার ঘটনায় ১৭ জনের মৃত্যু হল।
  • আদাতের নির্দেশ অমান্য করায় সিবিআই-এর প্রাক্তন ভারপ্রাপ্ত ডিরেক্টর নাগেশ্বর রাওকে ১ লক্ষ টাকা জরিমানা এবং দিনভর এজলাসের এককোণে বসে থাকার শাস্তি দিল সুপ্রিম কোর্ট।

বিবিধ

  • গত জানুয়ারি মাসে দেশে মূল্যবৃদ্ধির হার ছিল ২.০৫ শতাংশ। গত ডিসেম্বর মাসে দেশে শিল্পবৃদ্ধির হার ছিল ২.৪ শতাংশ। কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রক এদিন এই তথ্য জানাল।
  • গুজরাটে বাঘের দেখা মিলেছে বলে জানাল গুজরাট সরকার। স্থান মহিষাগর মেলা। শেষবার ১৯৮৯ সালে এই রাজ্যে বাঘের দেখা মিলেছিল।

খেলা

  • ইংল্যান্ডের প্রাক্তন কিংবদন্তি ফুটবলার গর্ডন বাঙ্কস (৮১) প্রয়াত হলেন। ১৯৬৬ সালে বিশ্বকাপ জয়ী ফুটবল দলের সদস্য ছিলেন তিনি। তাঁকে বলা হত বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ গোলরক্ষক। স্টোক সিটির স্টেডিয়ামের বাইরে তাঁর মূর্তি প্রতিষ্ঠিত হয়েছিল আগেই।
  • ২০৩২ সালের অলিম্পিক আয়োজক হবার দাবি জানাল সিওল। দক্ষিণ কোরিয়ার সঙ্গে উত্তর কোরিয়াও যৌথভাবে এই দাবি জানাল। ১৯৮৮ সালে সিওলে অলিম্পিক হয়েছিল।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.05.2024 - 20:31:30
Privacy-Data & cookie usage: