কারেন্ট অ্যাফেয়ার্স ১২ মার্চ, ২০১৯

schedule
2019-03-14 | 05:52h
update
2019-03-14 | 05:52h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক

  • ভেনিজুয়েলা থেকে ৭২ ঘণ্টার মধ্যে মার্কিন কূটনীতিকদের দেশ ছেড়ে যেতে নির্দেশ দিল নিকোলাস মাদুরো প্রশাসন। গত ৬ দিন ধরে ভেনেজুয়েলায় চলছে ব্ল্যাকআউট। সরকারের অভিযোগ, ‘সাইবার অন্তর্ঘাত’ ঘটিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
  • ব্রিটিশ সংসদে ২৪২-৩৯১ ভোটের ব্যবধানে পরাস্ত হল সে দেশের প্রধানমন্ত্রী টেরেসা মে–র আনা সংশোধিত ও প্রস্তাবিত ব্রেক্সিট চুক্তি।
  • নিরাপত্তার প্রশ্নে বোয়িং সংস্থার ৭৩৭ ম্যাক্স বিমান নিষিদ্ধ করল ভারত সহ একগুচ্ছ দেশ, যার মধ্যে রয়েছে জার্মানি, ফ্রান্স, আর্জেন্টিনা, ব্রিটেন, ব্রাজিল, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, ইথিয়োপিয়া, ইন্দোনেশিয়া প্রভৃতি।
Advertisement

জাতীয়

  • ভারতের নির্বাচনী ব্যয়ই বিশ্বে সবথেকে বেশি মনে করা হয়। নয়াদিল্লির সেন্টার ফর মিডিয়া স্টাডিজ দাবি করেছে, সর্বশেষ মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে ব্যয় হয়ছিল সাড়ে  ৬ বিলিয়ন ডলার। সেখানে ভারতে আসন্ন সাধারণ নির্বাচনে ৭ মিলিয়ন ডলার ব্যয় হবে বলে তারা দাবি করেছে। টাকার অঙ্ক প্রায় ৫০ হাজার কোটি। কেবল বিজ্ঞাপনেই ২৬০০ কোটি টাকা খরচ হবে বলে তারা ইঙ্গিত দিয়েছে।
  • ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন বললেন, হামলা চালাতে আসা পাকিস্তানের এফ ১৬ যুদ্ধ বিমানের বৈমানিকের পরিচয়ও তিনি জানেন।

বিবিধ

  • খবরে প্রকাশ, গত জানুয়ারি মাসে দেশে পরিকাঠামো ক্ষেত্রে বৃদ্ধির হার ছিল ১.৮ শতাংশ যা ১৯ মাসে সব থেকে কম। গত ফেব্রয়ারি মাসে মূল্যবৃদ্ধি হল ২.৫৭ শতাংশ যা ৪ মাসে সবথেকে বেশি।

খেলা

  • রিয়াল মাদ্রিদের কোচ হিসাবে প্রত্যাবর্তন হল জিনেদিন জিদানের। ফুটবল সংক্রান্ত সব সিদ্ধান্তই তাঁর হাতে ছেড়ে দিল বিশ্ববিখ্যাত ক্লাবটি। ২০১৬ সালের জানুয়ারি মাসে রিয়ালের কোচ হওয়ার পর আড়াই বছরে রিয়াল ৩টি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, একটি লা লিগা, ২টি করে সুপারকোপা ও ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতেছিল। ২০১৮ সালের মে মাসে রিয়াল মাদ্রিদ ছাড়েন তিনি।
  • অনূর্ধ্ব ২৩ ফুটবলে ভারত হারল কাতারের কাছে।
  • রাশিয়ান অ্যাথলিটদের ওপর ডোপিং নিষেধাজ্ঞা বহাল রাখল আন্তর্জাতিক অ্যামেচার অ্যাথলেটিক ফেডারেশন।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
06.05.2024 - 05:28:38
Privacy-Data & cookie usage: